Sanju Samson. (Image Source: Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট চলাকালীনই পীঠের পেশীতে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও কার্যত মাঠে নামার সম্ভাবনা নেই। শোনাযাচ্ছে সোমবারই আহমেদাবাদে শ্রেয়স আইয়ারকে নিয়ে বৈঠকে বসতে চলেছে নির্বাচকরা। সবকিছু ঠিকঠাক চললে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে নামতে চলেছেন সঞ্জু স্যামসন। মঙ্গলবার আহমেদাবাদেই সঞ্জু স্যামসনকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় দলের নির্বাচকরা। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে।
বারত বমাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগেই চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। সেই ম্যাচে সূর্যকুমার যাদবকেই খেলনোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও চোট সারিয়ে দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু চতুর্থ টেস্ট চলাতালীনই ফের চোট পেয়ে ভারতীয় দলের বাইরে চলে গিয়েছেন শ্রেয়স আইয়ার। শেষ টেস্টে ব্যাটিং করার জন্যও নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার।
শেষ টেস্ট চলাকালীনই পিঠে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার
পিঠের পেশীর সমস্যার জেরেই চতুর্থ দিন ব্যাট হাতে মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার। আপ সেটা যে ভারতীয় দলের ব্যাটিংয়ের ক্ষেত্রে একটা বড় ধাক্কা ছিল তাও বলার অপেক্ষা রাখে না। শ্রেয়স আইয়ারের ফের চোট নিয়েই ভারতীয় শিবিরে দেখা দিয়েছে সমস্যা। একইসঙ্গে এনসিএ-র ভূমিকা নিেয়েও খানিকটা অসন্তুষ্ট হয়ে রয়েছেন বিসিসিআইয়ের নির্বাচকরা। শোনাযাচ্ছে টেস্টের পর এবার ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও কার্যত অনিশ্চিত হয়ে পড়েছেন শ্রেয়স আইয়ার।
ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের ফিটনেস নিয়েই এবার কথাবার্তা শুরু হয়েছে। কেন বারবার শ্রেয়স আইয়ার এমনভাবে চোটের কবলে পড়ছেন তা নিয়ে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট মহলের অন্দরে গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার সিরিজের পর থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি সঞ্জু স্যামসনকে। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের আগে সুস্থও হয়ে উঠেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই আপডেট তিনি নিজেি দিয়েছিলেন।
যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ হয়নি এই তারকা ক্রিকেটারের। কিন্তু শ্রেয়স আইয়ারের চোটের জন্য এবার সেই রাস্তাই খুলে গিয়েছে। শোনাযাচ্ছেই আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শেষ হওয়ার পরই বঠকে বসতে চলেছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই শ্রেয়স আইয়ারের পরিবর্তে সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে শ্রেয়সের পরিবর্তে দলে আসতে পারেন সঞ্জু স্যামসন appeared first on CricTracker Bengali.