Rohit Sharma. ( Image Source: Twitter )
সদ্য শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ ফলাফলে টেস্ট সিরিজ জিতে নেিয়েছে টিম ইন্ডিয়া। সেইসহ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। এবার সামেন রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। আগামী ১৭ মার্চ থেকে সুরু হতেছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। বুধবার থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের প্রস্তুতি শুরু করে দেবে টিম ইন্ডিয়া।
যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। পারিবারিক কারণের জন্য প্রথম ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।সেই জায়গাতে ভারতীয় দলের নেতৃত্বের ভার সামলাবেন তারকা ক্রিকেটাকর হার্দিক পান্ডিয়া। যদিও দ্বিতীয় একদিনের ম্যাচ থেকেই ভারতীয় শিবিরে ফিরতে চলেছেন রোহিত শর্মা। টেস্টের পর একদিনের ক্রিকেটেও এবার রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর। তাঁর মতে রোহিত শর্মা একদিনের দলে ফেরার পরই ফের তাঁর সেরা পারফরম্যান্স দেখানো শুরু করবেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত শর্মা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা। এবার সামনে রয়েছে সাদা বলের ফর্ম্যাটের মযাচ। সেখানেও যে েই কতারকা ক্রিকোর নিজের পারফরম্যান্স দেখাবেন, তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকরের। এএই বছরই রয়েছে একদিনের। তার আগে অস্চ্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে েই একদিনের সিরিজ যে ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তার আগে রোহিত শর্মাকে প্রশংসাতে ভরালেন এই প্রাক্তন ক্রিকেটার।
অজিত আগরকর জানিয়েছেন, “তাঁর রেকর্ডই তাঁর জন্য অনেককিছু বলে দেয়। সাদা বলের ক্রিকেটের ফর্ম্যাটে রোহিত শর্মার খেলা নিয়ে সেভাবে কিছু বলার থাকে না। সম্প্রতি নিজের খেলার পদ্ধতিতে খানিকটা বদল আনার চেষ্টা করেছেন রোহিত শর্মা। টপ অর্ডারের ব্যাটিংয়ের ক্ষেত্রে শুরু থেকেই খানিকটা আক্রমণাত্মক ক্রিকেট খেলার পদ্ধতি দেখাচ্ছেন তিনি। মনে হয়শেষ সিরিজে তিনি সেই ধারাটা খানিকটা বদলেছিলেন। সেখানেই নিজেকে খানিকটা সময় দিয়েছিলেন এবং সেঞ্চুরীও পেয়েছেন রোহিত শর্মা”।
অজিত আগরকর আরও জানিয়েছেন, “আমি আশা করি এই মুহূর্ত থেকে ভারতীয় দল যেকটা ম্যাচ খেলেছে, সবকটা ম্যাচেই যেন তিনি খেলেন। কারণ ম্যাচের সময় অধিনায়কের মাঠে উপস্থিতি সকলেই চায়”।