Skip to main content

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ান জুটি হিসাবে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ উসমান খোয়াজা-ক্যামেরণ গ্রীণের

 অস্ট্রেলিয়ান জুটি হিসাবে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ উসমান খোয়াজা-ক্যামেরণ গ্রীণের

Usman Khawaja and Cameron Green (Image Source: BCCI)

ভারতের বিরুদ্ধে রানের পাহড় গড়ে তুলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৮০ রানে। সেই রানের পিছনেই যে ভারতীয় দলের প্রধান কারিহড় উসমান খোয়াজা এবং ক্যামেরণ গ্রীণ তা বলার অপেক্ষা রাখে না। তাদের হাত ধরেই এই বিরাট রানের দিকে এগিয়ে যেতে পেরেছিল অস্ট্রেলিয়া শিবির। সেই মঞ্চে দাঁড়িয়েই ভারতের মাটিতে নয়া রেকর্ড হড়ল দুই তারকা ক্রিকেটার। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারসিপ করলেন উসমান খোয়াজা ও ক্যামের গ্রীণ।

প্রথম দিন থেকেই ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে দাপুটে পারফর্মযান্স দেখানে সুরু করেছিলেন উসমান খোয়াজা ও ক্যামেরণ গ্রীণ। যদিও শুরুটা হয়েছিল উসমান খোয়াজার হাত ধরেই। অন্যান্য ব্যাটাররা সেভাবে তাঁকে সহ্গ দিতে না পারলেও অস্্রেলিয়ান রান একা হাতই কার্যত এগিয়ে নিয়ে চলেছিলেন তিনি। প্রথম দিন থেকেই ক্যামের গ্রীনের সঙ্গ পান উসমান খোয়াজা। আর তাতেই যেন বাজিমাত। এই দুই ক্রিকেটারের ২০৮ রানের পার্টনারশিপেই ভারতের বিরুদ্ধে বিরাট রান তৈরি করল ব্যাগী গ্রীন শিবির।

২০৮ রানের পার্টনারশিপ গড়েছেন উসমান খোয়াজা এবং ক্যামেরণ গ্রীণ

এর  আগে ভারতের মাটিতে  অস্ট্রেলিয়ান জুটি হিসাবে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড ছিল অ্যালান বর্ডার এবং কিম হিউজের। ১৯৭৯ সালে চিপকে ২২২ রানের থার্ড উইকেট পার্টনারশিপ তৈরি করেছিলেন তারা। মাঝে কেটে গিয়েছে ৪৩টা বছর। এতবড় পার্টনারশিপ গড়তে পারেনি কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররই। ২০২৩ সালে আহমেদাবাদ স্টেডিয়ামেই সেই রেকর্ড গড়লেন উসমান খোয়াজা এবং ক্যামেরণ গ্রীণ। পাঁচ নম্বর উইকেটে ২০৮ রানের পার্টনমারশিপ গড়লেন তারা।

প্রথম দিনই সেঞ্চুরী পেয়েছিলেন উসমান খোয়াজা। সেইসঙ্গে ক্রিজে ছিলেন ক্যামেরণ গ্রীণও। দ্বিতীয় দিনই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ক্যামেরণ গ্রীণের। ভারতের মাটিতেই কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরী পান ক্যামের গ্রীণ। ১১৪ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরেছিলেন তিনি। সেইসঙ্গে উসমান খোয়াজাকে যোগ্য সঙ্গতও দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ২০৮ রানের পার্টনারশিপ অবশেষে রবিচন্দ্রন অশ্বিনের স্পিনেই ভাঙে। কিন্তু ততক্ষণে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করে ফেলেছিলেন এই দুই ক্রিকেটার।

মাত্র ২০ রানের জন্য এদিন দ্বিশতরান হাতছাড়া হয়েছে উসমান খোয়া্জারও। ৪২২ বর খেলে ১৮০ রানেই থামেন উসমান খোয়াজা। চা বিরতির পরই শেষপর্যন্ত থামতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। অ্যালান বর্ডারের সঙ্গেই এবার এলিট তালিকায় নিজেদের নাম তুললেন উসমান খোয়াজা ও ক্যামেরণ গ্রীণ।

The post অস্ট্রেলিয়ান জুটি হিসাবে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ উসমান খোয়াজা-ক্যামেরণ গ্রীণের appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...