BJ Sports – Cricket Prediction, Live Score

অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে নাচলেন সুনীল গাভাস্কার এবং ম্যাথু হেডেন

অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে নাচলেন সুনীল গাভাস্কার এবং ম্যাথু হেডেন

#image_title

Sunil Gavaskar and Matthew Hayden (Photo Source: Star Sports/ Twitter)

৯৫তম একাডেমি পুরস্কারের দিনটি ভারতীয়দের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এসএস রাজামৌলির সিনেমা আরআরআর-এর ‘নাটু নাটু’ গানটি অস্কারে সেরা অরিজিনাল গান হিসেবে পুরস্কার পায়। অন্যদিকে, ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ সিনেমাটি সেরা ছোটো তথ্যচিত্র সিনেমা হিসেবে অস্কার পেয়েছে। দুটি বিভাগে অস্কার পাওয়া ভারতের জন্য খুবই গর্বের ব্যাপার।

যেখানে সারা দেশ ভারতের অস্কার জেতাকে উদযাপন করছেন সেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ম্যাথু হেডেনও পিছপা হলেন না। তাদের দুজনকেও ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা গেল।

১৩ই মার্চ, আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ তথা ফাইনাল টেস্ট শেষ হওয়ার পর এই দুই প্রাক্তন ক্রিকেটারকে ‘নাটু নাটু’ গানের হুক স্টেপটি করতে দেখা যায়।

বর্ডার-গাভাস্কার ট্রফির অফিসিয়াল সম্প্রচারক স্টার স্পোর্টস সুনীল গাভাস্কার এবং ম্যাথু হেডেনের নাচের ভিডিওটি টুইটারে পোস্ট করে। এই ভিডিওতে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে তার সহ ধারাভাষ্যকারদের সাথে গুজরাটি খাবার ভাগ করে নিতে দেখা যায়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন যে এটি ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার যোগ্যতা অর্জন এবং সেইসাথে নাটু নাটুর অস্কার জয় সংক্রান্ত উদযাপন ছিল। এই ভিডিওতে গাভাস্কার এবং হেডেনের পাশাপাশি অজিত আগারকার এবং যতীন সাপ্রুকেও নাচতে দেখা গেছে।

WTC Final mein pravesh karein, toh jashn world-class banta hai!#SunilGavaskar, @HaydosTweets, @imAagarkar, #SanjayBangar & @jatinsapru ne manaya 🏆 Oscar ki jeet aur WTC qualification dono ka jashn!🕺🕺
Mubarak ho @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan & #MMKeeravani. pic.twitter.com/9xRdtMMRqg

— Star Sports (@StarSportsIndia) March 13, 2023

জুন মাসে ডাব্লুউটিসির ফাইনালে খেলবে ভারত

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্ৰথম দুটি টেস্টে জয়ী হয় ভারতীয় দিল। তৃতীয় টেস্টে ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া এবং শেষ টেস্টটি ড্র হয়।

তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে পরাজিত করে প্রথমবারের জন্য ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া। ডাব্লুউটিসির ফাইনালে খেলার জন্য ভারতকে হয় এই টেস্টে জয়লাভ করতে হতো নয়তো নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্টের অন্তত যেকোনো একটিতে জিততে অথবা ড্র করতে হতো। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টটি ড্র হলেও নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে প্ৰথম টেস্টে ২ উইকেটে পরাজিত করায় ডাব্লুউটিসির ফাইনালে চলে যায় ভারত।

ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচটি শুরু হবে ৭ই জুন থেকে লন্ডনের দ্য ওভালে। ভারতই প্ৰথম দল যারা টানা দুবার ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ১৭ই মার্চ থেকে এই সিরিজটি শুরু হবে।

Exit mobile version