BJ Sports – Cricket Prediction, Live Score

অভিষেক ম্যাচে ১৭১ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের হাতছানি যশস্বী জয়সওয়ালের

 অভিষেক ম্যাচে ১৭১ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের হাতছানি যশস্বী জয়সওয়ালের

#image_title

Yashasvi jaiswal. (Photo Source: ANDY BROOKS/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই একটি দুরন্ত শতরান করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি ৩৮৭ বলে ১৭১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৬টি চার এবং ১টি ছয়। এই অসাধারণ ইনিংসটির মাধ্যমে তিনি একাধিক রেকর্ড করে ফেলেছেন।

ভারত ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচটি এক ইনিংসে এবং ১৪১ রানে জিতেছে। যশস্বী জয়সওয়ালকে এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনও এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। প্ৰথম ইনিংসে তিনি ২৪.৩ ওভারে মাত্র ৬০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ২১.৩ ওভারে মাত্র ৭১ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন।

অভিষেক ম্যাচে যশস্বী জয়সওয়াল নিম্নলিখিত রেকর্ডগুলি করেছেন:

রোহিত শর্মার সাথে রেকর্ড ওপেনিং পার্টনারশিপ

যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে প্ৰথম উইকেটে ২২৯ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ করেছিলেন। রোহিত ২২১ বলে ১০৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন। এই পার্টনারশিপটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওপেনারদের করা সবথেকে বড় পার্টনারশিপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বীরেন্দ্র সেহওয়াগ এবং সঞ্জয় বাঙ্গারের করা ২০১ রানের পার্টনারশিপটিকে পিছনে ফেলে দিয়ে রোহিত এবং যশস্বী এই রেকর্ডটি করেছেন।

অভিষেক টেস্টে শতরান

যশস্বী জয়সওয়াল ১৭ তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করেছেন। মুম্বাই থেকে আগত শেষ চারজন ব্যাটারই অভিষেক টেস্টে শতরান করেছেন। এই তালিকায় রোহিত শর্মা, পৃথ্বী শ এবং শ্রেয়াস আইয়ারের পর রয়েছে যশস্বীর নাম।

বিদেশে অভিষেক টেস্টে সর্বোচ্চ রান

তৃতীয় দিন ১৫০ রানে পৌঁছনোর মাধ্যমে বিদেশের মাটিতে অভিষেক টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড করেন যশস্বী জয়সওয়াল। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্ট ম্যাচে সৌরভ গাঙ্গুলীর খেলা ১৩১ রানের ইনিংসটিকে তিনি পিছনে ফেলে দিয়েছেন। এছাড়াও বিদেশের মাটিতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন তিনি।

বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সর্বোচ্চ রান

২৮৭ – টিপ ফস্টার (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯০৩

২২২* – জ্যাক রুডলফ (দক্ষিণ আফ্রিকা) বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০০৩

২১০* – কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ) বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০২১

২০০ – ডেভন কনওয়ে (নিউ জিল্যান্ড) বনাম ইংল্যান্ড, লর্ডস, ২০২১

১৭১ – যশস্বী জয়সওয়াল (ভারত) বনাম ওয়েস্ট ইন্ডিজ, রোসেউ, ২০২৩

The post অভিষেক ম্যাচে ১৭১ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের হাতছানি যশস্বী জয়সওয়ালের appeared first on CricTracker Bengali.

Exit mobile version