BJ Sports – Cricket Prediction, Live Score

অভিষেক টেস্টে সেঞ্চুরী করে উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়াল, ধন্যবাদ জানালেন টিম ম্যানেজমেন্টকে

 অভিষেক টেস্টে সেঞ্চুরী করে উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়াল, ধন্যবাদ জানালেন টিম ম্যানেজমেন্টকে

#image_title

Yashasvi Jaiswal. (Photo Source: BCCI/Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। সেই থেকেই এই তরুণ ক্রিকেটারের দিকে  সকলের নজর ছিল। ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে তাঁর অভিষেক হওয়ার পাশাপাশি, তিনি কোন পজিশনে ভারতীয় দলের হয়ে খেলেন সেদিকেই নজর ছিল সকলের। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না, তা ব্যাট হাতে মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। টেস্টের অভিষেক ম্যাচেই সেঞ্চুরী করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই অভিষেক হয়েছেযশস্বী জয়সওয়ালের। সেখানে প্রথম গিন থেকেই নিজের পারফর্ম্যান্সের ছাপ ফেলেছিলেন তিনি। দ্বিতীয় দিনই তাঁর স্বপ্ন পূরণ হয়েছিল। কেরিয়ারের প্রথম টেস্টেই  দেশের জার্সিতে সেঞ্চুরী। দেশের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে তিনি আপ্লুত। সেঞ্চুরী করার পর এখনও ক্রিজে রয়েছেন তিনি।  শেষপর্যন্ত কোথায় গিয়ে থামেন এই তরুণ ক্রিকেটার, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁকে এমন মঞ্চে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ এই তরুণ ক্রিকেটার।

দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেখানেই তাঁর ব্যাট থেকে অএসেছিল একের পর এক বিরাট পারফর্ম্যান্স।  এবারের আইঅপিেলে ৭০০ রানের গন্ডী টপকেছিলেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে আইপিএলের ম়্চে দ্রুততম অর্ধশতরানও করেছিলেন তিনি। সেখানেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরীও করেছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে দেখা গিয়েছিল বিরাট রানের ঝলক। সেই পারফরম্যান্সের পরই ভারতীয় দলে সুযোগ হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। ভারতীয় দলের জার্সিতেও অভিষেক মঞ্চে হতাশ করেননি তিনি।

সেঞ্চুরী ইনিংস খেলার পর যশস্বী জয়সওয়াল জানিয়েছেন, “নিজেকে সকলের সামনে মেলে ধরার জন্যই গিয়েছিলাম আমি। এটা তো সবেে মাত্র একটা শুরু। ভবিষ্যতে আরও ভালভাবে এগিয়ে যেতে চাই আমি। আমি মনে করি এই পারফরম্যান্সটা আমার কাছে অন্যতম একটা আবেগতাড়িত পারফরম্যান্স। সেইসঙ্গে এই পারফরম্যান্স নিয়ে আমি গর্বিতও। ভারতীয় দলে সুযোগ পাওয়াটা সত্যিই কঠিন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ টিম ম্যানেজমেন্টের কাছে এবং রোহিত শর্মার কাছেও”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের সঙ্গে সেঞ্চুরী পেয়েছেন রোহিত শর্মাও। যদিও তিনি সাজঘরে ফিরে গিয়েছেন। কিন্তু দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।  দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে ১৪৩ রানে দাঁড়িয়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল।

The post অভিষেক টেস্টে সেঞ্চুরী করে উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়াল, ধন্যবাদ জানালেন টিম ম্যানেজমেন্টকে appeared first on CricTracker Bengali.

Exit mobile version