BJ Sports – Cricket Prediction, Live Score

অধিনায়ক স্টিভ স্মিথের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন

 অধিনায়ক স্টিভ স্মিথের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন

#image_title

Steve Smith. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরকিজে ২-১এ জয় তুলে নিয়েছে ভারতীয় দল। কিন্তু হোয়াইট ওয়াশের লক্ষ্য পূরণ হয়নি তাদের। ইন্দোর টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়রথ থেমেছিল ভারতীয় েদলের। সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব উঠেচিল স্মিভ স্মিথের হাতে। মায়ের অসুস্থতার খবর পেয়ে দ্বিতীয় ম্যাচের পরই দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই পরিস্তিতিতেই দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে ফের দেখা গিয়েছিল স্মিভ স্মিথ। তাঁর হাত ধরেই সিরিজে প্রথম জয়ের মুখ দেখেছিল অজি বাহিনী।

সিরিজ জিতে গেলেো, ইন্দোর টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বের প্রশংসা করা থেকে নিজেকে আটকে রাখতে পারলেন না ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ইন্দোর টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বের জন্যই যে তারা সেই ম্যাচে হেরে গিয়েছিল কার্যত সেই কথাতেই শিলমোহর দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে স্টিভ স্মিথের বোলিং থেকে ফিল্ডিং সাজানোর দক্ষতার কাছেই ভারতীয় দলকে হারতে হয়েছিল বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। স্মিথের ম্যাচ পরিচালনার প্রশংসাই বারবার শোনা গিয়েছে অশ্বিনের মুখে।

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজেও অস্ট্রেলিয়ার নেতৃত্বের দায়িত্বে স্টিভ স্মিথ

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের সামনে তাসের ঘরের মতে ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। ন্যাথান লিয়ন এবং কুহ্নেম্যনের দাপটের সামনে সেই ম্যাচে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল। শুধুমাত্র তাই নয় স্টিঙ স্মিথের স্ট্র্যাটেজের সামনেও যে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ হয়েছিল তা মানতে দ্বিধা নেই রবিচন্দ্রন অশ্বিনের। সিরিজ জয়ের পর সেই স্টিভ স্মিথের নেতৃ্ত্বের প্রশংসাই বারবার শোনা গেল তাঁর মুখে।

এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “সেই জটিল পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে এক অসামান্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। তিনি খুবই সৃষ্টিশীল এবং ম্যাচও  নিজের দখলে নিতে দক্ষ। স্টিভ স্মিথ যে একজন অসাধারণ ব্যাটার সেই সম্বন্ধে আমরা সকলেই যথেষ্ট ভালবাবে ওয়াকিবহাল ছিলাম। কিন্তু সেইসঙ্গে এই খেলার একজন খুব ভাল ছাত্রও তিনি। বিশেষ করে খেলার ধরণটা বোঝার জন্য। ম্যাচটা তিনি খুব ভালভাবেই বুঝেছিলেন। সেইসঙ্গে কোন পরিস্থিতিতে কী করতে হয় সেটাও জানতেন তিনি। তিনি শেষ দুটো ম্যাচে অস্ট্রেলিয়াকে খুবই ভালবাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজনো সব জায়গাতেই দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ইন্দোর টেস্টের আমাদের ফেরার সুযোগটাই দেননি”।

ইন্দোর টেস্টে জয়ের পর আহমেদাবাদেও অস্ট্রেলিয়ার নেতৃত্বের দায়িত্ব ছিল এই স্টিভ স্মিথের কাঁধেই।  সেই ্ময়াে জিততে না পারলেও, ভারতকে আটকে দিয়েছিলেন তিনি। ম্যাচ ড্র হয়েছিল।  একদিনের সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

The post অধিনায়ক স্টিভ স্মিথের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version