Sunil Gavaskar and Rohit Sharma. (Photo Source: Getty Images)
আগামী ১২জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই বছরই ভারতের মাটিতে বসতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। দীর্ঘ ১০ বছর ভারতের ট্রফি ক্যাবিনেটে কোনওরকম আইসিসির ট্রফি নেই। এমএস ধোনির নেতৃত্বের শেষবার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর থেকেই ভারতীয় দের আইসিসির প্রতিযোগিতায় সাফল্যের হার একেবারেই নিম্নগামী। বিরাট কোহলির হাত থেকে এখন নেতৃত্বের ব্যটন রোহিত শর্মার হাতে। কিন্তু চিত্রটা খুব একটা বদলায়নি বললেই চলে।
অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে এবার বেশ খানিকটা হতাশার সুরই শোনা গেল প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের মুখে। তাঁর মতে রোহিত শর্মার অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে যেমনটা পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে হতাশ হওয়াটাই স্বাভাবিক। সেইসঙ্গ রোহিত শরক্মার পারফরম্যান্স নিয়েও বেশ খানিকটা চিন্তিত রয়েছেন এই প্রাক্তন বারতীয় ক্রিকেটার। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। সেখানেই ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হেরেছে ভারত
রোহিত সর্মার নেতৃত্বে প্রথম এশিয়া কাপের মঞ্চে নেমেছিল ভারতীয় দল। সেখানে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভাল করলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। একই চিত্র দেখা গিয়েছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেও। সেখানেও ব্যর্থ হয়েই ফিরেতে হয়েছে ভারতীয় দলকে। ঘরের মাঠে ভাল পারফরম্যান্স দেখালেএ, বিদেশের মাটিতে ভারতীয় গল ভাল পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হচ্ছে। একজন অধিনায়কের আসল পরীক্ষা বিদেশের মাটিতে বলেই মনে করছেন সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি রোহিত শর্মার থেকে আরও বেশী প্রত্যাশা করেছিলাম। ভারতের মাটিতে পরিস্থিতি সবসময়ই আলাদা। কিন্তু বিদেশের মাটিতে যখন কেউ ভাল পারফরম্যান্স করে সেটাই হল আসল পরীক্ষা। আর সেই জায়গাতেই রোহিত শর্মা খানিকটা হতাশ করছে সকলকে।এমনকী টি টোয়েন্টি ফর্ম্যাটেও সেই এরকই অবস্থা। আইপিএলে বহুম্যাচ নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। প্রায় একশোটির ওপর টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। আইপি্েলের মঞ্চে বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে তৈরি দলকে নেতৃ্ত্ব দিয়েছেন। সেখানেই তাঁর নেতৃত্বে ভারতীয় দলের ফাইনালে পৌঁছতে না পারাটা বেশ হতাশাজনক”।
ভারতীয় দলের জাার্সিতে রোহিত শর্মার পারফরম্যান্স গ্রাফও বেশ নিম্নমুখী। এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি তিনি। সামনেই রয়েছে বিশ্বকাপের মঞ্চ। সেখানে যে রোহিত শর্মার ওপর অনেক কিছু নির্ভর করছে তা বলার অপেক্ষা রাখে না।
The post অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে হতাশ সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.