BJ Sports – Cricket Prediction, Live Score

অতিরিক্ত চিন্তাপ্রবন হওয়ার জন্যই অধিনায়ক হতে পারেননি, বিস্ফোরক মন্তব্য রবিচন্দ্রন অশ্বিনের

 অতিরিক্ত চিন্তাপ্রবন হওয়ার জন্যই অধিনায়ক হতে পারেননি, বিস্ফোরক মন্তব্য রবিচন্দ্রন অশ্বিনের

#image_title

Ravichandran Ashwin. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল হারের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের প্রথম একাদশে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে প্রথম মুখ খুলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েকদিন আগেই ভারতীয়দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও  মুখ খুলেছিলেন এই তারকা ক্রিকেটার। এবার ভারতীয় দলের অধিনায়কত্ব না পাওয়া নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন।  আর সেই কথা যে বিস্ফোরণের থেকে কম কিছু নয় তা বলার অপেক্ষা রাখে না।

গতবছরের শুরুর দিকেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব চাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। সেই থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছিল নাানান গুঞ্জন। সেখানেই নানান ক্রিকেটারদের নাাম শোনা যাচ্ছিল। রোহিত শর্মার পাশাপাশি সেখানে লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহদের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের নামও ঘোরাফেরা করছিল।  যদিও শেষপর্যন্ত ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব ওঠেনি রবিচন্দ্রন অশ্বিনের ওপর। রোহিত শর্মাকেই ভারতীয় টেস্ট দলেরও অধিনায়ক নির্বাচন করা হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সুযোগ হয়নি রবিচন্দ্রন অশ্বিনের

এতদিন চুপচাপ থাকলেও এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।  তিনি নাকি অতিরিক্ত চিন্তা করেন। আর সেই কারণের জন্যই নাকি রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় টেস্ট দলের অদিনায়ক হিসাবে শেষপর্যন্ত ভাবা হয়নি। এমন সিদ্ধান্তের জন্য যে রবিচন্দ্রন অশ্বিন অত্যন্ত হতাশ হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাাঁর মতে যদি কেউ টাানা ১৫ থেকে ২০টি ম্যাচ খেলার আশ্বাস পান তবে্ কখনোই সেই ক্রিকেটারকে চিন্তার মধ্যে থাকতে হয় না।

এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “বেশ কয়েকজন  লোকই আমাকে একটু বেশী চিন্তাপ্রবন বলে সকলের সামনে তুলে ধরেছে। যদি কোনও ক্রিকেটার ১৫ থেকে ২০ ম্যাচ টানা খেলার আশ্বাস পান, তবে কখনোই তিনি অতিরিক্ত চিন্তা প্রবণ হয়ে পড়বেন না। যখন সেই ক্রিকেটারটি জানেন যে তিনি মাত্র দুটো ম্যাচ খেলার সুযোগ পেতে চলেছে, সেই ক্রিকেটর কী কখনও নিশ্চিন্তে থাকতে পারেন। এমনটাই আমার যাত্রা, সেজন্যই বোধহয় আমি একটু বেশী চিন্তা করি”।

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলে না রাখার জন্য ,সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন তেকে বিশেষজ্ঞরা। এখনও সেই বিতর্ক চলছে। তারই মাঝে আবার রবিচন্দ্রন অশ্বিনের এমন মন্তব্য। বিতর্কের আগুনে ঘি ঢালতে যে তা খানিকটা সাহায্যই করল তা বলার অপেক্ষা রাখে না।

The post অতিরিক্ত চিন্তাপ্রবন হওয়ার জন্যই অধিনায়ক হতে পারেননি, বিস্ফোরক মন্তব্য রবিচন্দ্রন অশ্বিনের appeared first on CricTracker Bengali.

Exit mobile version