Ajit Agarkar & Shane Watson, ( Image Source: Twitter )
আইপিএল শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। এবারের আইপিএলের মঞ্চে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১০ দলের প্রতিযোগিতায় ৯ নম্বরে শেষ করেছিল তারা। এরপর থেকেই দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফ নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। আইপিেল শেষ হওয়ার দুই মাসের মধ্যেই কোচিং স্টাফে বড়সড় রদবদল আনল দিল্লি ক্যাপিটালস। দলের কোচিং স্টাফ থেকে অজিত আগরকর ও শেন ওয়াটসনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস।
এবারের আইপিএলের শুরু থেকেই সময়টা একেবারে সঙ্গ দেয়নি দিল্লি ক্যাপিটালসের। প্রতিযোগিতার আগেই গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তরুণ তারকা ঋষভ পন্থ। তাঁর পরিবর্তেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের কাঁধে। কিন্তু আইপিএলের শুরু থেকেই হোঁচট কেলেতে শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস শিবির। সেই পরিস্থিতি থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস শিবির। একের পর এক ম্যাচ হেরে ক্রমশই নীচের দিকে চলে গিয়েছিল তারা।
অজিত আগরকর ও ওয়াটসনের পরিবর্তে তাদের নেওয়া হবে তা জানায়নি দিল্লি ক্যাপিটালস
সেই জায়গা থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে মাত্র ৫টি ম্যাচই জিততে পেরেছিল তারা। সেই থেকেই দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছিল জের সমালোচনা। একইসঙ্গে দলের পারফরম্যান্স নিয়ে নানান জায়গায় কাঁটাছেড়াও শুরু হয়ে গিয়েছিল। সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফ নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। এবার দিল্লি ক্যাপিটালস শিবিরের কোচিম স্টাফেও ছিল এওকের পর এক তাবড় তাবড় নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, অজিত আগরকর এবং শেন ওয়াটসনের মতো তারকা ক্রিকেটারা ছিলেন এবার দিল্লি ক্যাপিটালস শিবি্রে।
কিন্তু দিল্লি ক্যাপিটালসের হারের পরই তাদের কোচিং স্টাফের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। খানিকটা বিরক্তির সুর শোনা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের কর্তাদের মুুখেও। সেই সময় থেকেই দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে বদল আনার কথা শোনা গিয়েছিল। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংকে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। যদিও কোচিং স্টাফে যে তারা রদবদল করতে চলেছে সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছিল।
আইপিএল শেষ হওয়ার দুই মাসের মধ্যেই সেই কাজটা শুরু করে দিল দিল্লি ক্যাপিটালস শিবির। এবার তাদের ব্যাটিং কোচের দায়িত্বে চিলেন শেন ওয়াটসন। তাঁকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। একইসঙ্গে অজিত আগরকরকেও এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
The post অজিত আগরকর ও শেন ওয়াটসনকে তাদের দায়িত্ব থেকে অব্যহতির সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের appeared first on CricTracker Bengali.