Pat Cummins. ( Image Source: Twitter )
দ্বিতীয় দিন অজিঙ্ক রাহানে এবং তৃতীয় দিন শার্দূল ঠাকুর। অধিনায়ক প্যাট কামিন্সের দুটো নো বলই যেন ভারতীয় দলে বাড়তি অক্সিজেন যোগানোর কাজটা করেছিলেন। তৃতীয় দিনও শার্দূল ঠাকুরের উইকেটটা প্রায় তুলেই নিয়েছিলেন প্যট কামিন্স। কিন্তু আবারও সেই নো বলের গেঁড়োতেই সমস্ত হিসাব বদলে গেল। সেটা যে ভারতীয় শিবিরে খানিকটা হলেও বাড়তি অক্সেজেন জুগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই শার্দূল ঠাকুরই শেষ মুহূর্তে অর্ধশতরানের ইনিংসটা খেলে অস্ট্রেলিয়ার অপেক্ষাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল।
এদিন শার্দূল ঠাকুরকে এলবি ডব্লু করেছিলেন প্যাট কামিন্স। যদিও ফিল্ড আম্পায়ারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানমাতে খুব একটা দেরী করেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। থার্ড আম্পায়ারের রিভিউয়ের সময়ই ঘটে সেই ঘটনা প্যাট কামিন্সের নো বলের সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। আর সেই সিদ্ধান্ত যে ভারতীয় শিবিরকে খানিকটা হবলেও বাড়তি অক্সিজেন জুগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই শার্দূল ঠাকুরের অর্ধশতরানের ইনিংসের সৌজন্যেই কিন্তু শেষপর্যন্ত ভারতীয় দল ফলোঅন এড়াতে পেরেছিল।
অস্ট্রেলিয়ার বি্রুদ্ধে সেঞ্চুরী পার্টনারশিপ অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুরের
দ্বিতীয় দিনও এমনই একটা ঘটনার স্বাক্ষী থেকেচিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক শার্দূল ঠাকুর। সেদিনও শুরুর দিকেই শেষ অজিঙ্ক রাহানেকে কার্যত সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া শিবিরের অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু আবারও সেই নো বলই তাঁর আশা শেষ করে দিয়েছিল। সেইসঙ্গেই অজিঙ্ক রাহানেকে একটা জীবন দানও দিয়েছিল। সেই নো বলটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল , তা অজিঙ্ক রাহানের পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুরই এই নইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ করেছেন।
লডা়ইটা একা হাতেই কার্যত এদিন চালিয়েছিলেন অজিঙ্ক রাহানে। আফসোস শুধু একটাই যে তিনি মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া করেছেন। ৮৯ রানেই থামে অজিঙ্ক রাহানের ইনিংস। কিন্তু সেই ইনিংস যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে লড়াইয়ে ফেরানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শার্দূল ঠাকুরের সঙ্গে সেঞ্চুরী পার্টনারশিপও করেছিলেন তিনি।
অন্যদিকে ভারতীয় দলের হয়ে এদিন দ্বিতীয় অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন শার্দূল ঠাকুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ বলে ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন শার্দূল ঠাকুর। প্যাট কামিন্সের দুটো নো বলই যে এই দুই ক্রিকেটারকে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
The post অজিঙ্ক রাহানের পর শার্দূল ঠাকুর, প্যাট কামিন্সের জোড়া নো বলই অক্সিজেন যোগাল ভারতীয় শিবিরে appeared first on CricTracker Bengali.