Jasprit Bumrah. ( Mumbai Indians/Twitter )
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এই বছরই আবার ভারতের ঘরের মাঠে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ফিরতে পারেন কিনা তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। তার আগেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্দরে। সবকিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের আগেই ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার পরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
সবকিছু ঠিকঠাক চললে সেই সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। শোনাযাচ্ছে তিনি নাকি এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন। এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর মাঠে ফেরা নিয়ে নানান জল্পনা চলছেই। এখনও পর্যন্ত অবশ্য বোর্ডের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। কিন্তু শোনাযাচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই নাকি ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর ভারতীয় দলে ফেরার খবরটা যে দলের অন্দরে অনেকটাই স্বস্তি অনে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
চোটের জন্য গত সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ
গত সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। বেশ কয়েকবার চেষ্টা চালানো হলেও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। গত মার্চ মাসে অস্ত্রোপচারও হয়েছিল জসপ্রীত বুমরার। এই মুহর্তে এনসিএ-তে ভিভিএস লক্ষণের তত্ত্বাবধানেই রয়েছেন জসপ্রীত বুমরাহ। একইসঙ্গে স্পোর্টস সাইন্স বিভােগের চেয়ারম্যান নীতিন পটেলও কড়া পর্যবেক্ষণে রেখেছেন জসপ্রীত বুমরাহকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে তিনি ফিরলেই বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে স্বস্তি ফিরেছে।
চোটের জন্য এবারের আইপিএল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তবে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই তারকা ক্রিকেটার। ফিজিওথেরাপি চলছে তাঁর। সেইসঙ্গেই শোনাযাচ্ছে তিনি নাকি ধীরে ধীরে বোলিংও শুরু করে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা দেখার অপেক্ষাতেই বসে রয়েছেন সকলে।
গতবছর এশিয়া কাপের আগেই কোমড়ের সমস্যার জেরে ভারতীয় দল থেকে চিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মথায় রেখেই সেই সময় জসপ্রীত বুমরাকে নিয়ে বিশেষ তাড়াহুড়ো করতে নরাজ ছিল ভারতীয় বোর্ড। বিশ্বকাপের গে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে ফিরলেও, ফের সেই পুরনো চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।
The post অগস্টে আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ appeared first on CricTracker Bengali.