David Warner. (Image Source: IPL/BCCI)
আইপিএলের মঞ্চে পরপর দুই ম্যাচ জিততে পারলেও, গত ম্যাচে শেষরক্ষা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। সেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে্ ঘরের মাঠে হেরে গিয়েছে। চলতি আইপিএলে এই নিয়ে ছয়টি ম্যাচে হারল দিল্লি ক্যাপিটালস। আর এই হারের পর থেকেই দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার সাজানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যাচ শেষে তাদের ব্যাটিং অর্ডার সাজানোতে যে ভুল হয়েছিল তা মেনে নেিয়েছেন খোদ ডেভিড ওয়ার্নারও। অক্ষর পটেলকে আরও আগে ব্যাটিংয়ে পাঠানো উচিত্ ছিল বলেই মন করছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরাট রানের জবাবে ব্যাটিং করতে নেমে মিচেল মার্শ এবং ফিল সল্টের হাত ধরে পাল্টা লড়াই ভালই শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পরই হায়দরাবাদের বোলাররা চাপ বাড়াতে থাকে। সেই চাপই কাটিয়ে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। সেই পরিস্থিতিতেই অক্ষর েপটেলকে দেরীতে মাঠে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
শেষ মুহর্তে ব্যাটিং করতে নেমে ১৪ বলে ২৯ রান করেছিলেন অক্ষর পটেল
অক্ষরে পটেল চেষ্টা করলেও, সেই সময় ম্যাচ য়ে দিল্লি ক্যাপিটালসের হাত থেকে বেড়িয়ে গিয়েছি্ল তা বলার অপেক্ষা রাখে না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এদিন প্রিয়ম গর্গ এবং সরফরাজ কানকে পাঠানেোর সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত যে তাদের ভুল ছিল তা ম্যাচ শেষে মেনে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অক্ষর পটেলকে আগে মাঠে পাঠানো উচিত্ ছিল বলে মনে করছেন তিনিও। এদিন ব্যাট হাতে এই দুই ব্যাটারই ব্যর্থ হয়েছিলেন।
প্রিয়ম গর্গ ৯ বলে ১২ করে সাজঘরে ফিরেছিলেন। সরফরাজ খান ৯ বলে ১০ রানের বেশী করতে পারেননি। তাতে দিল্লি ক্যাপিটালসের ওপর যে চাপটা আরও বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “তিনি সত্যিই খুব ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এ্দিন আমরা ভাল শুরু চেয়েছিলাম। তাঁকে একটু পিছনের দিকে রাখা হয়েছিল কারম স্পিনারদের বিরুদ্ধে একজন বাঁহাতি প্রয়োজন ছিল। দলে আমি আর তিনি ছাড়া কেউই নেই। সেটা কঠিন সিদ্ধান্ত হলেও, সেই সময় আমাদের সামনে চ্যালেঞ্জও ছিল। তবে এদিন তাঁকে হয়ত খানিকটা আগেি পাঠানো উচিত্ ছিল”।
শেষের দিকে নেমে অক্ষর পটেল অবশ্য একটা শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এদিনও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল। শেষপর্যন্ত অপরাজিতও ছি্লেন তিনি। কিন্তু দলকে জয় এনে দেওয়ার জন্য তাঁর হাতে সেই সময়টা ছিল না।
The post অক্ষর পটেলকে দেরীতে পাঠানো উচিত্ হয়নি, মেনে নিচ্ছেন ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.