ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নবম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হয়েছে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তুলল আফগানিস্তান।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী। আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেননি। জাদরান ৪টি চার সহ ২৮ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, গুরবাজ ৩টি চার এবং ১টি ছয় সহ ২৮ বলে ২১ রান করে আউট হন।
রহমত শাহও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ২২ বলে মাত্র ১৬ রান করে নিজের উইকেট হারান। তার ইনিংসে ছিল ৩টি চার। এরপর অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী এবং আজমতউল্লাহ ওমরজাই মিলে আফগানিস্তানের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। তারা শুরুটা ধীরগতিতে করেছিলেন। এরপর তারা রান করার গতি বাড়ান এবং ১২১ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। ওমরজাই ৬৯ বলে ৬২ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়। হসমতউল্লাহ ৮৮ বলে ৮০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ১টি ছয় মারেন।
মহম্মদ নবি এই ম্যাচে বেশি রান করতে পারেননি। তিনি ২৭ বলে মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নাজিবউল্লাহ জাদরান ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৮ বলে মাত্র ২ রান করে নিজের উইকেট হারান। রশিদ খান এবং মুজিব উর রহমান যথাক্রমে ১২ বলে ১৬ রান এবং ১২ বলে অপরাজিত ১০ রান করেন। নবীন-উল-হক ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন
এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি ১০ ওভারে মাত্র ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। তিনি ইব্রাহিম জাদরান, মহম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান এবং রশিদ খানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
হার্দিক পান্ডিয়া ৭ ওভারে ৪৩ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। তিনি রহমানউল্লাহ গুরবাজ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের উইকেট নিতে সক্ষম হন। শার্দুল ঠাকুর রহমত শাহের উইকেটটি নেন। অন্যদিকে, কুলদীপ যাদব হসমতউল্লাহ শাহিদীকে আউট করেন। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Jasprit Bumrah helps himself to his best @cricketworldcup figures with an exceptional display in Delhi 🏏#CWC23 #INDvAFG pic.twitter.com/kNrq871KWv
— ICC (@ICC) October 11, 2023
Innings Break!
4⃣ wickets for @Jaspritbumrah93
2⃣ wickets for vice-captain @hardikpandya7
1⃣ wicket each for @imkuldeep18 & @imShard
Target 🎯 for #TeamIndia – 273
Scorecard ▶️ https://t.co/f29c30au8u#CWC23 #CWC23
[📷 ESPNCricinfo] pic.twitter.com/WcI6IZeAkz
— Gujarat Titans (@gujarat_titans) October 11, 2023
The post হসমতউল্লাহ শাহিদী এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের পার্টনারশিপের হাত ধরে ভারতের বিরুদ্ধে রান করল আফগানিস্তান appeared first on CricTracker Bengali.