Rohit Sharma. ( Image Source: Twitter )
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারলেও, একদিনের সিরিজে জিততে ব্যর্থই হয়েছে ভারতীয় দল। এই বছরই ঘরের মাঠে বিশ্বকাপের আসরে নামবে ভারতীয় দল। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজ যে ভারতীয় দলের ইঅন্দরে চিন্তা বাড়াবে তা বলাই বাহুল্য। যদিও ভারতের একদিনের সিরিজ হারের মঞ্চেই নতুন নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির এলিট তালিকায় এবার নতুন নাম রোহিত শর্মার। আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়ায় ১০ হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার ব্যাটে বড় রান দেখা গেলেও, এবার একদিনের সিরিজে কিন্তু সেই পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচেই কার্যত ব্যর্থ হয়েছেন তিনি। চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের জন্য এই ম্যাচ ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এদিন রান পেতে মরিয়া ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। শুরু থেকেই সেজন্য বেশ আক্রমণাত্মক মেজাজেও ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক।
চিপকে শেষ ম্যাচে ১৭ বল খেলে ৩০ রান করেছেন রোহিত শর্মা
চেন্নাইয়ের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটে ছিল রানেরক ঝড়। কিন্তু ১৭ বলে ৩০ রানেই থামতে হয়েছিল রোহিত শর্মাকে। বড় রান না পে্লেও এই মঞ্চেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েন রোহিত শর্মা। ভারতের অষ্টম ক্রিকেটার হিসাবে এশিয়ার মটিতে ১০ হাজার রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। তাঁর গে েই রেকর্ড গড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকরদের মতো ক্রিকেটাররা। এবার সেই তালিকাতেই নাম তুললেন ভারতীয় দলের দ্য হিটম্যান।
শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। সেখানেই ভারতীয় দলের বোলাররা ভাল বোলিং করলেও, অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে আটকাতে ব্যর্থই হয়েছিলেন। ২৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই কুলদীপ যাদবের ঝুলিতে গিয়েছে ৩ টি উইকেট। কিন্তু শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। সেখানে রোহিত শর্মা শুরুটা ভালভাবে করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েই ফিরতে হয়েছিল তাঁকে। সেইসঙ্গে ব্যর্থ হয়েছে ভারতীয় দল।
এই ম্যাচেই এবার নতুন রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেটে এশিয়ার মাটিতে ১০ হাজার রান করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
The post সচিন, বিরাটদের এলিট তালিকায় নাম তুললেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.