BJ Sports – Cricket Prediction, Live Score

“ম্যায় কেয়া করু? জব ছোড় দু?” – আহমেদাবাদ টেস্টে চেতেশ্বর পূজারা বোলিং করার পর মজার টুইট করলেন রবিচন্দ্রন অশ্বিন

“ম্যায় কেয়া করু? জব ছোড় দু?” – আহমেদাবাদ টেস্টে চেতেশ্বর পূজারা বোলিং করার পর মজার টুইট করলেন রবিচন্দ্রন অশ্বিন

#image_title

Cheteshwar Pujara. (Photo Source: Disney+Hotstar)

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর চতুর্থ টেস্ট ড্র হওয়ায় এই সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। এই নিয়ে টানা চারবার বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল ভারতীয় দল।

চতুর্থ টেস্টের শেষ দিন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং শুভমন গিলকে বল করতে দেখা যায় যা দর্শকদের অবাক করে দিয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন টুইটারে পূজারার বোলিং করার ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি মজা করে প্রশ্ন করেন যে তিনি এবার কি করবেন? চাকরি ছেড়ে দেবেন?

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা সিরিজ সেরা হয়েছেন। তৃতীয় টেস্টে ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানরা ব্যাট হাতে সফল না হলেও চেতেশ্বর পূজারা ব্যাট হাতে একা লড়াই করেছিলেন। তৃতীয় টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়ের জন্য ক্রিকেট বিশেষজ্ঞরা দলের অন্যান্য ব্যাটসম্যানদের সমালোচনা করলেও তারা প্রত্যেকেই চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন।

তবে চতুর্থ টেস্টে ব্যাট হাতে ভারতীয় দল অসাধারণভাবে কামব্যাক করে। কেএল রাহুলের পরিবর্তে দলে খেলার সুযোগ পেয়ে তৃতীয় টেস্টে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও শেষ টেস্টে একটি দুরন্ত শতরান করেন শুভমন গিল। তার পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও শতরান করেন। ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান করেন তিনি। এটি ছিল তার ২৮তম টেস্ট শতরান এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান। এছাড়াও ব্যাট হাতে অক্ষর প্যাটেল ভালো রান পেয়েছেন।

ডাব্লুউটিসির ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর প্ৰথম দুটি টেস্টে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া পরাজিত হয়। এরপর তৃতীয় টেস্টে কামিন্স না খেলায় অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। তৃতীয় টেস্টেই অসাধারণভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের ব্যাটসম্যানদের ধরাশায়ী করে অস্ট্রেলীয় স্পিনাররা। এই টেস্ট ম্যাচটি ৯ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া এবং তার পাশাপাশি ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে তারা।

ডাব্লুউটিসির ফাইনালে খেলার জন্য ভারতের এই টেস্টটি জেতা খুবই দরকার ছিল। ভারত জিততে না পারলে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে ২টি টেস্টে পরাজিত করত তাহলে তারাই ফাইনালে চলে যেত। কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটি ড্র হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে প্ৰথম টেস্টে পরাজিত করায় ভারত ডাব্লুউটিসির ফাইনালে চলে যায়। ভারত এই নিয়ে পরপর দুবার ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।

The post “ম্যায় কেয়া করু? জব ছোড় দু?” – আহমেদাবাদ টেস্টে চেতেশ্বর পূজারা বোলিং করার পর মজার টুইট করলেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version