BJ Sports – Cricket Prediction, Live Score

তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি গুজরাতের হারের অন্যতম কারণ, মেনে নিলেন মিতালী রাজ

 তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি গুজরাতের হারের অন্যতম কারণ, মেনে নিলেন মিতালী রাজ

#image_title

Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

ডব্লুপিএলের দল গঠনে চমক দেখিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের কাছে হেরে এবারের মতো ডব্লুপিএলের প্লেঅফে পৌঁছনোর আশা শেষ হয়ে গিয়েছে গুজরাত জায়ান্টসের। এমন ফলাফলের পর যে হতাশার সুরই ভেসে আসবে তা বলার অপেক্ষা রাখে না। প্রতিযোগিতায় যাত্রা শেষের পর বিষাদের সুরই শোনা গেল গুজরাত জায়ান্টসের তারকা মেন্টর মিতালী রাজের গলায়। সেইসঙ্গে েদলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি যে তাদের হারের অন্যতম প্রধান কারণ তা  বলতেও দ্বিধা করেননি তিনি।

সোমবার ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নেমেছিল গুজরাত জায়ান্টস। ব্যাট হাতে প্রতিপক্ষ শিবিরের বিরুদ্ধে বড় রানও করেছিল তারা। কিন্তু ইউপি ওয়ারিয়র্সকে হারানোর জন্য তা কার্যত যথেষ্ট ছিল না। গ্রেস হ্যারিসের দাপুটে ইনিংসের সামনেই শেষপর্যন্ত হারতে হয়েছিল গুজরাত জায়ান্টসকে। ৩ উইকেটে সেই ম্যাচে হারের পরই এবারের প্রতিযোগিতায় তাদের যাত্রা শেষ হয়েছে গুজরাত জায়ান্টসের। দল ভাল হলেও তারা যে নিজেদের সেরাটা দিতে পারেননি সেই কথাও বলতে দ্বিধা করেননি মিতালী রাজ।

শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের কাছে ৩ উইকেটে হেরেছে গুজরাত জায়ান্টস

অন্যান্য দলের সঙ্গে পাল্লা দিয়ে দল গঠনে চমক দেখিয়েছিল গুজরাত জায়ান্টসও।  তাদের দলেই এবর মেন্টরের দায়িত্বে ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার তারকা ক্রিকেটার মিতালী রাজ। গুজরাত জায়ান্টসের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছিল বেথ মুনিকে। কিন্তু প্রতিযোগিতা শুরুর সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই তারকা অজি ক্রিকেটার। প্রতিযেগিতা শুরুর সময়ই চোটের জন্য দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। সেই ধাক্কাটা যে গুজরাত জায়ান্টস সামাল দিতে পারেনি, তাও মিতালী রাজের কথাতে স্পষ্ট।

এবারের মতো ডব্লুপিএলের মঞ্চে গুজরাত জায়ান্টসের যাত্রা শেষ হওয়ার পর মিতালী রাজ জানিয়েছেন, সত্যি কথা বলতে আমরা একটা ভাল দলই প্রস্তুত করেছিলাম। কিন্তু ফলাফল একেবারেই আমাদের পক্ষে ছিল না। এমনকী এই মরসুমটাও আমাদের সঙ্গে একেবারেই যায়নি। আগেই আমরা আমাদের দলের তারকা ক্রিকেটারদের হারিয়েছি। সেটাই যে আমাদের কম্পোজিশনটা অনে্কটা ভেস্তে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এতকিছু সত্ত্বেও আমাদের দল এই প্রতিযগিতায় সবসময় জয়ের মানসিকতা নিয়েই নেমেছিল।

প্রতিযোগিতা শুরুর আগেই চোটের জন্য মাঠে নামতে পারেননি বেথ মুনি। শুধু তিনিই নন ডিয়েন্ড্রা ডটিনও দলে থাকলে প্রতিযোগিতার আগেই ছিটকে গিয়েছিলেন। এমন দুই ক্রিকরেটারের না থাকাটা যে গুজরাতের হারের অন্যতম প্রধান কারণ তা বলার অপেক্ষা রাখে না।  শেষ ম্যাচে সুযোগ থাকলেও ইউপি ওয়ারিয়র্সের কাছে হারের পর এবারের মতো সমস্ত স্বপ্ন শেষ হয়ে গিয়েছে গুজরাত জায়ান্টলসের।

The post তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি গুজরাতের হারের অন্যতম কারণ, মেনে নিলেন মিতালী রাজ appeared first on CricTracker Bengali.

Exit mobile version