Shubman Gill. (Photo Source: Twitter)
আইপিএলের মঞ্চে আহমেদাবাদ তাঁর ঘরের মাঠ। সেই মাঠেই ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল। এই মুহূর্তটাই যে এখন তাঁর কাছে সবচেয়ে বিশেষ তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে সেই কথাই বারবার শোনা গেল শুভমন গিলের মুখে। অস্ট্রেলিয়ার রানের পাহাড়ের জবাবে শুভমন গিলের হাত ধরেই লড়াইটা শুরু করেছে ভারতীয় দল। আহমেদাবাদেই কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরীর মালিক এখন শুভমন গিল। সকলেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। প্রথম ইনিংসে ১২৮ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল।
প্রথমে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ৪৮০ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ভারতীয় দলের থেকেও বড় রানের ইঈনিংসেরই প্রত্।যাশা ছিল সকলের। রোহিত শর্মা ব্যর্থ হলেও, সুভমন গিল কিন্তু সেটাই করে দেখালেন। সিরিজের চতুর্থ টেস্টেই কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী করে ফেললেন তিনি। আইপিএলের মঞ্চে এই আহমেদাহাদই তাঁর ঘরের মাঠ। সেখানেই ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরীটা এখন শুভমন গিলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পারফম্যান্সটাই আগামী দিনেও ধরে রাখতে চান তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৫ বলে ১২৮ রানের সেঞ্চুরী ইনিংস শুভমন গিলের
এই বছর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যামন্স দেখিয়েছিলেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজের প্রথম দুই ইনিংসে ছিলেন না সুভমন গিল। লোকেশ রাহুল ব্যর্থ হওয়ার পর তৃতীয় টেস্টেই ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেিয়েছিলেন শুভমন গিল। তৃতীয় ম্যাচে না পারলেও চতুর্থ টেস্টে হতাশ করেননি এই তরুণ ক্রিকেটার। ফের তাঁর ব্যাটে সেঞ্চুরীর ঝলক।
তৃতীয় দিনের শেষে নিজের পারফরম্যান্স নিয়ে আপ্লুত শুভমন গিল। সেই কথাই বারবার শোনা গেল শুভমন গিলের মুখে। দিনের শেষে শুভমন গিল জানিয়েছেন, “ভারতের মাটিতে সেঞ্চুরী পাওয়ার আনন্দটাই আমার কাছে অন্যরকম একটা এনুভূতি। ঘরের মাঠে সেঞ্চুরী পাওয়াটা সবসময়ই আমার কাছে বিশেষ একটা অনুভুতি। খুব শীঘ্রই এবার আমরা আইপিএলের জন্য শিবির শুরু করব। এখানে অনেক ভাল স্মৃতি রয়েছে। এই মাঠই আমার আইপিএলের ঘরের মাঠ। সেখানে এমন সেঞ্চুরী করতে পেরে আমি আপ্লুত”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৫ বল খেলে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। তাঁর এমন অসাধারণ ইনিংসটি সজানো রয়েছে ১২টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। শুভমন গিলের সেঞ্চুরী রানের সৌজন্যেই দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৮৯।
The post ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরী পেয়ে আপ্লুত শুভমন গিল appeared first on CricTracker Bengali.