Indore Pitch. (Photo Source: Twitter)
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল হেরেছে খুব একটা বেশী সময় হয়নি। তারমধ্যেই ফের একটা ধাক্কা বিসিসিআইয়ের। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইন্দোরের পিচকে খারাপ রেটিং দিল আইসিসি। খেলার অনুপযোগী তকমাই ছিল ক্রিকেচের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর তাতেই যে ক্রিকেট মহেল হৈচৈ েপড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নাগপুর টেস্টের পর সেখানকার পিচকে অ্যাভারেজ তকমা দিয়েছিল আইসিসি। কিন্তু ইন্দোরের পিচ নিয়ে যে তা্রা খুব একটা সন্তুষ্ট নয় তা বলাই বাহুল্য।
প্রথম দুই টেস্টও আড়াই দিনই শেষ হয়ে গিয়েছিল। যদিও সেখানে ম্যাচ রেফারি পিচ সম্বনম্ধে খুব একটা কারাপ রিপোর্ট দেননি। কিন্তু তৃতীয় টেস্ট শুরুর দিন তকেকেই পিচ বিতর্ক তুঙ্গে পৌঁছেছিল। ইন্জোরে প্রশম সেশন থেকেই দেখা গিয়েছিল পিচে স্পিনারদের ভয়ানক দাপট। সেই থেকেই পিচ নি.ে সমালোচনায় মুখর হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশ্ষজ্ঞ। ম্যাচ শেষ হও.ার পরই ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাঁর রিপোর্ট জমা দিয়েছিলেন। এরপরই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি।
মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে ইন্দোরে তৃতীয় টেস্ট ম্যাচ
ইন্দোরের এই পিচকে কার্যত খেলার অনুপযোগী বলেই মনে করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই পিচকে খারাপ আখ্যাই দিয়েছে তারা। একইসঙ্গে ইন্দোরের পিচকে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। আপ তাতেই খানকটা উন্দেব বাড়ছে বিসিসিআইয়ের। যদও কোনও পিচ পাঁট বছরের মধ্যে অন্তত পাঁচবার ডিমেরিট পয়েন্ট পায়, তবে অএন্তত একবছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার থেকে বঞ্চিত হতে পারে সেই মাঠ। যদিও আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের জন্য ১৪ দিনের সময় পাচ্ছে বিসিসিআই।
ম্যাচ শেষে র পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিজের রিপোর্টে উল্লেখ করেছেন, “এই মাঠের পিচ অনেকটাই শুষ্ক প্রকৃতির ছিল এবং এখানে ব্যাট এবং বলের মধ্যে কোনওরকম সামঞ্জস্য ছিল না। প্রথম থেকেই স্পিনারদের এখানে সুযোগ পেতে দেখা গিয়েছে। ম্যাচের পঞ্চম বল থেকেই এই পিচ ভাঙতে শুরু করেছিল। আর সেই ধারা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছিল। কোনওরকম সিম মুভমেন্ট এই পিচে দেখা যায়নি এবং বেশীরভাগ সময়ই বাউন্সের তারতম্যও দেখা গিয়েছে এই পিচে”।
প্রথম দিন মাত্র দুই সেশনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। ১০৯ রান করতে পেরেছিল তারা। শুরু থেকেই ছিল স্পিনারদের দাপট। অস্ট্রেলিয়াও বিরায় রান করতে পারেনি। যদিও তারা লিড নিতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে ফের ধস নেমেছিল ভারতীয় দলের ব্যাটিংয়ে। ন্যাথান লিয়ন একাই নিয়েছিলেন ৮ উইকেট। এই ম্যাচ ৯ উইকেটে জিতেছে ভারতীয় দল। প্রথম দিন থেকেই ইন্দোরের পিচ ছিল বিতর্কের কেন্দ্রে। শেষ পর্যন্ত এই পিচকে খারাপ তকমা দিল আইসিসি।
The post ইন্দোরের বিতর্কিত পিচকে “খারাপ” তকমা দিল আইসিসি appeared first on CricTracker Bengali.