Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । স্পেন বনাম কোস্টারিকা: ১১ম ম্যাচ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । স্পেন বনাম কোস্টারিকা: ১১ম ম্যাচ

স্পেন বনাম কোস্টারিকা  ম্যাচের বিবরণ

ম্যাচ: স্পেন বনাম কোস্টারিকা, ১১ম ম্যাচ।  কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৩ নভেম্বর ২০২২

সময়: ১০.০০ পিএম (GMT+৬), ৯.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আল থুমামা স্টেডিয়াম, কাতার


স্পেন বনাম কোস্টারিকা প্রিভিউ

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্পেন বনাম কোস্টারিকা। 

স্পেন নিঃসন্দেহে শিরোপার অন্যতম দাবীদার। প্রতিটি বিশ্বকাপের শুরুতে হট ফেবারিদের তালিকায় থাকে স্পেন। এখন পর্যন্ত একটি বিশ্বকাপ জয়ী স্পেন সর্বশেষ ২০১০ সালে শিরোপা ঘরে তোলে, যদিও এর পরের বিশ্বকাপে তাদের ছন্দপতন হয়। তবে এবার তারা লুইস এনরিকের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইবে।

ক্লাব ফুটবলের তীর্থস্থান স্পেন। একঝাক তারকা ফুটবলারের সমন্বয়ে প্রতি বিশ্বকাপে আবির্ভূত হয় স্পেন। তবে ২০১০ বিশ্বকাপের পর প্রতিবারই সমর্থকদের হতাশ করেছে স্পেন। স্পেন বস এবার ভরসা রেখেছে এক ঝাঁক তরুণ তুর্কির উপর।

অপরদিকে কোস্টারিকা একটি সম্ভাবনাময় দল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে চলেছে কোস্টারিকা। যদিও বিশ্বকাপ বাছাই পর্বে দলটির যাত্রা সহজ ছিল না। প্লে অফ নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কোস্টারিকা। সর্বশেষ বিশ্বকাপে কঠিন গ্রুপের সমীকরণে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করা সম্ভব হয়নি কোস্টারিকার পক্ষে। নিঃসন্দেহে এবার অতীতের রেকর্ড ছাপিয়ে যেতে চাইবে। তবে তাদের সে যাত্রা মোটেই সহজ হবে না।

ফিফা র্যাংকিং   ৭ম দল স্পেন , ৩১ তম দল কোস্টারিকাের মুখোমুখি হতে চলেছে। নিঃসন্দেহে ম্যাচটি কোস্টারিকার জন্য একটি কঠিন পরীক্ষা।


স্পেন বনাম কোস্টারিকা ম্যাচের মূল পয়েন্ট

২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতে জয় পেয়েছে। যদিও বিগত পনেরো বছরের মধ্যে সবথেকে কম তারকা সমৃদ্ধ স্পেনকে দেখা যাবে এবারের বিশ্বকাপে। বর্তমান দলের সবচেয়ে বড় তারকা পেড্রী। যে আগামীতে জাভী ইনিয়েস্তা হতে চলেছে। এই তারকার উপরে সবার নজর থাকবে। 

অপরদিকে ২০১৪ বিশ্বকাপে ইতালি, ইংল্যান্ড এবং উরুগুয়ের সাথে একই গ্রুপে থেকেও দ্বিতীয় পর্ব নিশ্চিত করে কোস্টারিকা। বছরও তারা সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে। তাদের স্বপ্নযাত্রা সারথী ক্যাম্বেল। তার হাত ধরে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে। এবারের বিশ্বকাপে বয়স্ক দলের তকমা নিয়ে খেলতে নামছে কোস্টারিকা। তাদের সোনালী প্রজন্মের খেলোয়াড়দের অনেকের জন্য শেষ বিশ্বকাপ হতে চলেছে এটি। শেষটা রাঙিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবে তারা।


স্পেন বনাম কোস্টারিকা হেড টু হেড

স্পেন কোস্টারিকা এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে স্পেন দুটি ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে। 


স্পেন বনাম কোস্টারিকা দলের খবর

ইনজুরিতে দল থেকে ছিটকে পড়ছেন হোসে গায়া। স্পেন বস তার বদলে হিসাবে আলেজান্দ্রাকে দলে নিয়েছেন। বার্সেলোনা তারকা গাভী এবং সারজিও বুস্ককেটসের সঙ্গে রক্ষণে দেখা যেতে পারে পাও টোরেসকে।

অপরদিকে কোস্টারিকার একসময়ের সেরা তারকা নাভাস দলে জায়গা পান কিনা সেটি দেখার বিষয়।  পসেলসো বোর্হেস অ্যান্টনি কন্টেরাস নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।


স্পেন বনাম কোস্টারিকা স্কোয়াড

স্পেন স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । স্পেন বনাম কোস্টারিকা: ১১ম ম্যাচ

গোলরক্ষক: উনাই সাইমন, ডেভিড রায়া, রবার্ট সানচেজ

ডিফেন্ডার: দানি কারভাজাল, সিজার আজপিলিকুয়েটা, জর্ডি আলবা, হোসে গায়া, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ টরেস, আইমেরিক লাপোর্তে

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, পেদ্রি, কোকে, রদ্রিগো, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে

ফরোয়ার্ড: ফেরান টরেস, নিকো উইলিয়ামস, পাবলো সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও

কোস্টারিকা স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । স্পেন বনাম কোস্টারিকা: ১১ম ম্যাচ

গোলরক্ষক: এস্তেবান আলভারাদো, প্যাট্রিক সিকুইরা, অ্যারন ক্রুজ

ডিফেন্ডার: হুয়ান পাবলো ভার্গাস, কিশার ফুলার, কার্লোস মার্টিনেজ, কার্লোস মোরা, সেলসো বোর্হেস, জেউইসন বেনেট, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল চ্যাকন, অ্যান্থনি হার্নান্দেজ, ডগলাস লোপেজ, অ্যারোন টোরেস, মিডফিল্ডার: ডগলাস লোপেজ ,অস্কার ডুয়ার্তে, ব্রায়ান ওভিয়েডো, ফ্রান্সিসকো ক্যালভো, কেন্ডাল ওয়াটসন, অরল্যান্ডো গ্যালো, রোয়ান উইলসন, আলভারো জামোরা, ব্র্যান্ডন আগুইলেরা

ফরোয়ার্ড: অ্যান্থনি কনটেরাস, জোয়েল ক্যাম্পবেল, জোহান ভেনেগাস


স্পেন বনাম কোস্টারিকা প্রেডিকশন

স্কোরকার্ড: স্পেন কোস্টারিকা

সব প্রতিযোগিতা বিবেচনায় স্পেন নিজেদের সর্বশেষ ছয় ম্যাচের চারটিতে জয় পেয়েছে, একটি ম্যাচে পরাজয় একটিতে ড্র হয়েছে।

অপরদিকে কোস্টারিকা নিজেদের শেষ ছয় ম্যাচের চারটিতে জয় তুলে নিয়েছে,‌ একটি ম্যাচে পরাজিত হয়েছে এবং অপরটি ড্র করেছে।

পরিসংখ্যান বিবেচনা করলে মনে হতে পারে স্পষ্টতই এগিয়ে আছে স্পেন। তবে কোস্টারিকা দুর্বল দল নয়। তাদের দিনে তারা হিসাব পরিবর্তন করতে পারে কারণ তাদের ক্যাম্বেলের মত বড় তারকা রয়েছে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...