Skip to main content

News BN

সৌদিকে কৃতিত্ব দিয়ে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মেসির কন্ঠে

Credit to the Saudis, Messi determined to turn around

এবারের বিশ্বকাপে নামার আগে টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিলো আর্জেন্টিনা। সময়ের হিসেবে প্রায় সাড়ে তিন বছরে আলবিসেলেস্তেদের হারাতে পারেনি কেউই। সেই পরিসংখ্যান আর বর্তমান দলের শক্তিমত্তা বিবেচনায় কাতারে অন্যতম ফেবারিট লিওনেল মেসিরা। তবে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় মেসির দল।

মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে অপেক্ষাকৃত কম শক্তির দল সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২ – ১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপের মত আসরে সৌদির এই জয়, ইতিহাসের অন্যতম অঘটন হিসেবে ধরা হচ্ছে। তবে আর্জেন্টাইন অধিনায়ক মোটেই অবাক নন।

এই হার নিয়ে  মেসি বলেন, ” আমরা জানতাম আমরা সুযোগ দিলে, তারা (সৌদি) খেলবে। অবাক হওয়ার কিছু নেই। আমি জানতাম, তারা এমন কিছু করবে। এমন পরিস্থিতিতে দলের খেলোয়াড়রা কখনো পড়েনি। দীর্ঘদিন পর আমরা এরকম বড় একটি ধাক্কা খেলাম। অথচ বিশ্বকাপে আমরা এভাবে শুরু করতে চাইনি। “

তবে আর্জেন্টাইন অধিনায়ক মনে করছেন মাত্র ৫ মিনিটের ভুলের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ২ – ১ গোলের পিছিয়ে যাওয়া পর গোটা দল এলোমেলো হয়ে যায় এবং ভুল জায়গায় বল মারতে থাকে। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ মেসি। পরের দুটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে খেলে, পরের পর্বে যেতে চায় আর্জেন্টিনা ।

এ প্রসঙ্গে মেসি বলেন, ” এই হারে আমরা আঘাত পেয়েছি। তবে মানুষকে বিশ্বাস রাখতে হবে, আমরা তাদের হতাশ করবো না। পরের ম্যাচে আমরা শতভাগ নিংড়ে দেব এবং ভালো খেলবো। ” তবে আর্জেন্টাইন সুপারস্টার আশার বাণী শোনালেও, সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপপর্ব পেরুতে তাদের সামনে বাঁধা হবে মেক্সিকো এবং পোল্যান্ড।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...