BJ Sports – Cricket Prediction, Live Score

রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ দল

রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ দল

ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তাকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে পর্তুগাল। ইতোমধ্যে নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে ইউরোপের দেশটি। যেখানে নেতৃত্বের ভার থাকছে সিআরসেভেন এর কাঁধে। পর্তগিজদের দলে চমক হিসেবে আছেন তরুণ অ্যান্তনিও সিলভা এবং অভিজ্ঞ পেপে।

তবে কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না অভিজ্ঞ মিডফিল্ডার জেয়াও মুতিনিওর। গনসালো গেদেসকেও দলে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। দল ঘোষণার পর তিনি বলেন, ” রোনালদোসহ যে খেলোয়াড়দের বিশ্বকাপ দলে ডেকেছি, সবার মধ্যে জয়ের ক্ষুধা আছে। পর্তুগালকে বিশ্বচ্যাম্পিয়ন বানানোর ক্ষুধা আছে।

কাতার বিশ্বকাপের জন্য পর্তুগালের ২৬ সদস্যের দল:

গোলরক্ষক: দিয়াগো কস্তা, রুই পাত্রিসিও এবং জোসে সা।

ডিফেন্ডার: দিয়াগো দালোত, জোয়াও কানসালো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াজ, অ্যান্তনিও সিলভা, নুনো মেন্দেস এবং রাফায়েল গেরেইরো।

মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও পালিয়ানিয়া, উইলিয়াম কারভালিও, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, ওতাভিও, জোয়াও মারিও, ম্যাথিউস নুনেজ এবং বের্নান্দো সিলভা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গোনসালো রামোস এবং আন্দ্রে সিলভা।

উল্লেখ্য, ২৪ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। যেখানে প্রতিপক্ষ ঘানা।এইচগ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।

Exit mobile version