Skip to main content

News BN

রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ দল

রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ দল

ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তাকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে পর্তুগাল। ইতোমধ্যে নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে ইউরোপের দেশটি। যেখানে নেতৃত্বের ভার থাকছে সিআরসেভেন এর কাঁধে। পর্তগিজদের দলে চমক হিসেবে আছেন তরুণ অ্যান্তনিও সিলভা এবং অভিজ্ঞ পেপে।

তবে কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না অভিজ্ঞ মিডফিল্ডার জেয়াও মুতিনিওর। গনসালো গেদেসকেও দলে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। দল ঘোষণার পর তিনি বলেন, ” রোনালদোসহ যে খেলোয়াড়দের বিশ্বকাপ দলে ডেকেছি, সবার মধ্যে জয়ের ক্ষুধা আছে। পর্তুগালকে বিশ্বচ্যাম্পিয়ন বানানোর ক্ষুধা আছে।

কাতার বিশ্বকাপের জন্য পর্তুগালের ২৬ সদস্যের দল:

গোলরক্ষক: দিয়াগো কস্তা, রুই পাত্রিসিও এবং জোসে সা।

ডিফেন্ডার: দিয়াগো দালোত, জোয়াও কানসালো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াজ, অ্যান্তনিও সিলভা, নুনো মেন্দেস এবং রাফায়েল গেরেইরো।

মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও পালিয়ানিয়া, উইলিয়াম কারভালিও, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, ওতাভিও, জোয়াও মারিও, ম্যাথিউস নুনেজ এবং বের্নান্দো সিলভা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গোনসালো রামোস এবং আন্দ্রে সিলভা।

উল্লেখ্য, ২৪ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। যেখানে প্রতিপক্ষ ঘানা।এইচগ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...