BJ Sports – Cricket Prediction, Live Score

যেখানে পেলে-ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

যেখানে পেলে-ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

ফরাসি ফুটবলের তরুণ সেনানীর নাম যে কিলিয়ান এমবাপ্পে, এটি এখন  সবার জানা। এই তরুন যেন  প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন।একের পর এক  রেকর্ড করে চলেছেন এই ফরোয়ার্ড। এবারের বিশ্বকাপেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এমবাপ্পে। একদিক দিয়ে ইতোমধ্যেই ফুটবলের সবচেয়ে সেরা দুই কিংবদন্তি পেলে এবং ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন তিনি।

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পোল্যান্ডকে ৩ – ০ গোলের হারানোর পথে এমবাপ্পের পা থেকে এসেছে দুই গোল। তারই সুবাদে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫টি। এর আগে ২০১৮ বিশ্বকাপে করেছেন ৪ গোল। সবমিলিয়ে ২৩ বছর বয়সী এই ফরাসি তারকার বিশ্বকাপ গোল এখন ৯টি।

আর তাতেই ফুটবল দুনিয়ার কালো মানিক হিসেবে পরিচিত পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে (২৩ বছর) ৮ গোল করার নজির গড়লেন তিনি। এর আগে ২৬ বছর বয়সে ৮ গোল করার রেকর্ড ছিল পেলের দখলে। অবশ্য এসব নিয়ে বাড়তি মাতামাতি নেই ফরাসি তরুণের। বরং খেলায় পুরো মনোযোগ তার।

অপরদিকে ম্যারাডোনার বিশ্বকাপ গোল ৮টি। সেই হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তিকেও ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। যার বর্তমান গোল এখন ৯টি। রেকর্ড গড়ে এই বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌঁড়েও আছেন সবার সামনে। গোল করার দিক দিয়ে এখন পর্যন্ত তার কাছে নেই কেউ। ফলে ফ্রান্স ফাইনাল পর্যন্ত গেলে, সম্ভাবনাটা আরো প্রবল হবে এমবাপ্পের।

তবে এমবাপ্পে জানালেন, আপাতত গোল্ডের বুটের দিকে নজর নেই তার। দলের হয়ে ছন্দ ধরে রেখে খেলাটা চালিয়ে যেতে চান, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত। ব্যক্তিগত কোনো লক্ষ্য না রেখে শুধু ফ্রান্সের জন্য জিততে এসেছেন, বলে সাফ জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। অবশ্য এরমধ্যে ব্যক্তিগত পুরস্কার পেয়ে গেলে, খুশি তো হবেনই।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে এখন ইংল্যান্ড বাধা। হ্যারিকেনরা আছে দুর্দান্ত ছন্দে। অন্যদিকে সেই ম্যাচে দেশম তাকিয়ে থাকবেন তার বিশ্বস্ত সেনানী এমবাপ্পের দিকেই। তবে এই ফরোয়ার্ড যে ফর্মে আছেন তাতে এমবাপ্পেতে চড়ে ফ্রান্স সেমিফাইনালে গেলেও অবাক হওয়ার কিছু নেই।

Exit mobile version