Skip to main content

News BN

ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেও, পেনাল্টি মিসে ক্ষুব্ধ মেসি

ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেও, পেনাল্টি মিসে ক্ষুব্ধ মেসি

বুধবার পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মাঠে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচটিই আবার লিওনেল মেসির জন্য বিশেষ, স্মরণীয়। কারণ, আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। এই অর্জনে তিনি ছাড়িয়ে গেলেন স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির ২২ নম্বর বিশ্বকাপ ম্যাচ। অপরদিকে ম্যারাডোনা খেলেছেন ২১ ম্যাচ। রেকর্ড ম্যাচটি স্মরণীয় করে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো আলবিসেলেস্তেরা। অবশ্য কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পর আর্জেন্টাইন ফুটবল জাদুকর জানালেন, ম্যারাডোনা বেঁচে থাকলে এই অর্জনে খুশি হতেন।

ম্যারাডোনা তাকে খুব স্নেহ করতেন বলেও জানান মেসি। তিনি বলেন, ” কিছুদিন আগেই আমি এটি (রেকর্ড) জেনেছি। আসলে এরকম রেকর্ড ভাঙা-গড়া বেশ আনন্দের বিষয়। ম্যারাডোনা বেঁচে থাকলে, এসব দেখে খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার সাফল্যে সবসময় তিনি খুশি হতেন। এখনও তা-ই হতেন। “

তবে এমন সুখকর ম্যাচেও বিষাদের চরিত্র হয়েছেন মেসি। পেনাল্টি শটে পোল্যান্ডের জালে বল জড়াতে না পারার আক্ষেপ তাকে পোড়াচ্ছে বেশ। কারণ, পোলিশ গোলরক্ষক মেসির শট ঠেকিয়ে দেওয়া মাত্রই লজ্জার রেকর্ডে নাম উঠে যায় তার। বিশ্বকাপের ইতিহাসে দুটি পেনাল্টি মিস করা একমাত্র ফুটবলার এখন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ভুলে মেসি নিজেও ক্ষুব্ধ অনুতপ্ত। ম্যাচ শেষে তা জানালেন নিজেই। অবশ্য এরপরেই নাকি তাতিয়ে গেছেন তিনি নিজে এবং তার সতীর্থরা। মাঠেও যার দেখা মেলেছে। পোলিশদের জালে দুই গোল দিয়েছেন তারা। মেসিদের চোখ এখন দ্বিতীয় রাউন্ডে। নিজেদের ছন্দ ধরে রেখেই খেলতে চান তারা। ভক্ত-সমর্থকদেরও আস্থা রাখতে বললেন মেসি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...