মেসি মাঠে নামেনই যেন ইতিহাস গড়ার জন্য। তার প্রতিটা ম্যাচই যেন কোনো না কোনো রেকর্ডের অপেক্ষায় থাকে। কিছুদিন আগেই ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন মেসি। সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে ম্যারাডোনাকে টপকে যান এই আর্জেন্টাইন মহাতারকা। সামনে ছিলেন মাত্র একজন, বাতিস্তুতা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করার রেকর্ড বাতিস্তুতার । এবার সেই রেকর্ডেও ভাগ বসালেন মেসি। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে মাঠে মেনে তার এক গোলের মাধ্যমেই তিনি ছুঁয়ে ফেলেন বাতিস্তুতাকে।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে দুটি রেকর্ডের ভাগিদার হন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। পেশাদারিত্বের জীবনে হাজারতম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ম্যারাডোনাকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন তিনি। সামনে ছিলেন শুধু বাতিস্তুতা। এবার সে রেকর্ডেও ভাগ বসালেন তিনি।
১০ ডিসেম্বরে ডাচদের বিপক্ষে খেলতে নেমে তিনি দলকে নিয়ে যান সেমিফাইনালে। ম্যাচটিতে করেন দুর্দান্ত এক গোল। আর এর সঙ্গে সঙ্গেই ছুঁয়ে ফেলেন বাতিস্তুতাকে। এর আগে ম্যারাডোনাকে টপকে ১০ গোল করে বাতিস্তুতার পাশে নাম লেখান এই আর্জেন্টাইন মহাতারকা । পরবর্তী ম্যাচও আরেকটি মাইলফলকের সামনে মেসি। গড়তে পারেন নতুন ইতিহাস। আর একটি গোল পেলেই তিনি ছাড়িয়ে যাবেন বাতিস্তুতাকেও।
বিশ্বকাপের মঞ্চে মোট ২৪ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১০ গোল। বিশ্বকাপের আসরে তার গোলের যাত্রা শুরু হয় ২০০৬ সাল থেকে। সেবার ১ টি গোল করেছিলেন মেসি। এরপর ২০১৪ বিশ্বকাপে ৪ টি, ২০১৮ সালে ১ টি এবং কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ গোল করেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারীর তালিকায়ও তিনি রেকর্ড গড়ার অপেক্ষায়। সামনে আছেন শুধু ম্যারাডোনা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই রেকর্ডটিও গড়ার অপেক্ষায় আছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
মেসি বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছেন এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। নিজের শেষ বিশ্বকাপটা তাই রাঙ্গিয়ে দিচ্ছেন তিনি। দলকে সেমিফাইনালে নিতে তার বাম পায়ের জাদুও কম নয়। ফাইনালে যেতে মেসিদের টপকাতে হবে ক্রয়েশিয়া বাধা। সেই বাধা কাটিয়ে ফাইনালে যেতে পারলেই লক্ষ্য পূরনের আরো কাছে পৌছে যাবেন এই ফুটবল সুপারস্টার।