জমে উঠেছে কাতার বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে বুদ এখন গোটা বিশ্ব। অনেকেই মাঠের লড়াই সরাসরি উপভোগ করার জন্য ছুটে এসেছেন মাঠে। ব্যতিক্রম নন সাবেক ফুটবলাররাও। সুইজারল্যান্ডের সাথে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেই গ্যালারিতে দেখা মিলেছে ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো, কার্লোস, কাকা, কাফুদের।
এদিন সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও পৌছে যায় ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রিচার্লিসন, গ্যাব্রিয়েল, রুদ্রিগোর মত আক্রমনাত্মক ফুটবলারে ভরপুর ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড। ব্রাজিল দল নিয়ে তবুও যেন মন ভরছেনা ব্রাজিলের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর।
২৬ সদস্যদের এই স্কোয়াডে ‘ বিস্ময় বালক ‘ এন্দরিক ফেলিপেকে চেয়েছিলেন তিনি। দল নিয়ে খুব বেশি অসন্তোষ প্রকাশ না করলেও ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে এই বিস্ময় বালককে বিশ্বকাপের স্কোয়াডে রাখার পক্ষে ছিলেন রোনালদো
এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ” আমি যদি দল নির্বাচনের অংশ হতাম, এন্দরিককে রাখতাম। আমি মনে করি, সে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। এ বয়সেই দারুণ পেশাদার। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। এটা বিশ্বকাপ দলের অংশ হওয়া ওর জন্য চমৎকার অভিজ্ঞতা হতো। ব্রাজিল দলের ভবিষ্যতের জন্যও। “
নেইমার, কাকাকে উদাহরণ হিসেবে টেনে এনে রোনালদো আরও বলেন ” সব ব্রাজিলিয়ানের দাবির পরও দুঙ্গা ২০১০ বিশ্বকাপে নেইমারকে দলে রাখেননি। এবারও আমি সে রকম কিছুর ঘাটতি দেখছি। তবে ১৯৯৪ সালে পাহেইরা আমাকে নিয়েছিলেন। ২০০২ সালে ফেলিপাও ( লুইজ ফেলিপে স্কলারি) কাকাকে দলে রেখেছিলেন। আমার মনে হয়, ভবিষ্যতের কথা ভেবে এন্দারিককে এবারের দলে নেওয়া উচিত ছিল। “
তবে এবার বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে যথেষ্ট আশাবাদী রোনালদো। ব্রাজিল নিজেদের খেলাটা খেলতে পারলে বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি। দেখা যাক রোনালদোর প্রত্যাশা কতটুকু পূরন করতে পারেন তিতের শিষ্যরা।