মাঠ হোক কিংবা মাঠের বাইরে, বরাবরই আলোচনার শীর্ষে থাকেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। মাঠের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করে যেমন আলোচনার ঝড় তোলেন, মাঠের বাইরের কীর্তিও তাকে সংবাদ শিরোনামে নিয়ে আসে। এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফাইনাল৷ ফাইনালের আগেই এবার নতুন প্রেমিকাকে নিয়ে সংবাদ শিরোনামে ২৩ বছর বয়সী এই ফরাসি ফুটবলার।
এইতো মাসকয়েক আগেই প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্রচ্ছদে জায়গা পাওয়া ইনেস রাউয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে আলোচনার শীর্ষে ছিলেন তিনি। রাউয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়। ৩২ বছর বয়সী রাউ জন্মেছিলেন ছেলে হিসেবে। কিন্তু ১৬ বছর বয়সে তিনি অস্ত্রোপচার করিয়ে মেয়ে হয়ে যান। ট্রান্সজেন্ডার নারী হিসেবে এই মডেলই প্রথম প্রচ্ছদে জায়গা পেয়েছেন। যদিও তাদের প্রেমের গুঞ্জন নিয়ে এমবাপ্পে – রাউ কেউই মুখ খোলেননি। তাই এটা নিয়ে ধোয়াশা থেকেই যায়।
আর এদিকে এই রাউয়ের সঙ্গে তার সম্পর্কের ধোয়াশা কাটতে না কাটতেই অন্য নারীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনে চাউর হয়েছে। গুঞ্জন চলছে রোজ বেরট্রামের সঙ্গে প্রেম করছেন এমবাপ্পে। এমবাপ্পের তুলনায় বয়সে বড় রোজ একজন বেলজিয়ামের মডেল। ৩২ বছর বয়সী ইনেস রাউয়ের সঙ্গে প্রেমের ধোয়াশা পরিষ্কার না করেই ২৮ বছর বয়সী রোজ বেরট্রামের সঙ্গে তার সম্পর্কের খবর রাতারাতি আলোচনার শীর্ষে চলে আসে এমবাপ্পে ।
রোজ বেরট্রাম বেলজিয়ামে জন্মনিলেও তার বাবা স্কটিশ এবং মা পর্তুগিজ। খুব ছোট থেকে মডেল হওয়ার ইচ্ছায় মাত্র ১৩ বছর বয়সে এক মডেল এজেন্সির সঙ্গে চুক্তি করেন। এর দুই বছর পর মাত্র ১৬ বছর বয়সে একটি নামী পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট করে খ্যাতি পেয়ে যেন। এর দুই বছর পর যুক্তরাষ্ট্রে গিয়ে ইউরোপের অন্যতম জনপ্রিয় মডেল হয়ে ওঠেন তিনি।
চলতি বছর কানের একটি প্রমোদতরীতে এমবাপ্পে এবং রোজকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে রোজের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছে। আর বিশ্বকাপে গ্যালারিতে রোজের দেখা মেলার পর আবার আলোচনায় এমবাপ্পে – রোজ৷ তবে রাউয়ের মতো এই নারীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে এবারও মুখ খোলেননি এমবাপ্পে। সবার কৌতুহল ফাইনালেও কি এমবাপ্পেকে সাপোর্ট দিতে মাঠে থাকবেন তিনি?
উল্লেখ্য, মাঠের পারফরম্যান্স এবং প্রেমের গুঞ্জনের কারণে ববরাবরই সংবাদ শিরোনামে থাকেনই ফরাসি এই ফুটবলার৷ সেই সঙ্গে আরও কিছু কর্মকান্ডের জন্যও সংবাদ শিরোনামে দেখা যায় তাকে। এইতো কয়েকদিন আগে হ্যারি কেইনের পেনাল্টি মিস করার পর তার অট্টহাসি নিয়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। এবারো বিশ্বকাপ জিততে চান এমবাপ্পে। তার সফলতার ওপর নির্ভর করছে ফ্রান্সের সফলতা। দেখা যাক ফাইনালে কেমন খেলেন এই তারকা। সেই সাথে ফুটবল প্রেমিদের মনে দারুন কৌতুহল, এমবাপ্পের জন্য তার বান্ধবী কি গ্যালারিতে উপস্থিত থাকবেন?