ফুটবল প্রেমিদের অপেক্ষার প্রহর শেষে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৩২ টি দল ট্রফি জয়ের উদ্দেশ্যে মাঠে নামছে।এরমধ্যেই মেসিদের ট্রফি নিয়েই দেশে ফিরতে বললেন অর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা কন্যা দালমা।
গোটা বিশ্বে ফুটবল এক আবগের জায়গা। আর এই ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন দিয়াগো ম্যারাডোনা। দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপের ট্রফি। ফুটবল থেকে অবসর নিলেও নিয়মিত দর্শক আসনে দেখা যেত ম্যারাডোনাকে। মেয়েকে সঙ্গে নিয়ে নিয়মিত ফুটবল উপভোগ করতেন তিনি।
তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন৷ ম্যারাডোনা পরলোকে পাড়ি দেওয়ায় পর মেয়ের আবেগ ভরা কন্ঠ বিশ্বকাপ ট্রফির মধ্য দিয়ে বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় মেসিদের উদ্দেশ্যে ম্যারাডোনা কন্যা দালমা বলেন, ” মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ভাবতে পারো, তিনিই এই দলের দ্বাদশ ব্যক্তি। এ বারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহুর্তে উপলব্ধি করছি। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তা হলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো, উনি কিন্তু তোমাদের দেখছেন। “
আর্জেন্টিনা প্রথম ফিফা বিশ্বকাপ জিতে ১৯৭৮ সালে। তাদের ঘরে দ্বিতীয়বার ট্রফি আসে ম্যারাডোনার হাত ধরে ১৯৮৬ সালে। এরপরে আর ট্রফির দেখা পায়নি ম্যারাডোনা–মেসিদের দেশ। মেসি ঘোষনা দিয়েছেন কাতার বিশ্বকাপেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এবার তাই ট্রফি জিততে মরিয়া আর্জেন্টিনা ।