ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের সূর্যাস্তে এসে। আর তাতেই পূর্ণতা পেয়েছে মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। এবার সেই মেসিকে সম্মাননা দিতে চিঠি পাঠালো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী বলতে দুই দেশের ফুটবল দ্বৈরথকেই বুঝানো হয়েছে। যুদ্ধ না থাকলেও, মাঠের খেলায় যুদ্ধটা ভালোই জমে সেলেকাও বনাম আলবিসেলেস্তেদের। তবে আর্জেন্টিনা এবং ব্রাজিল, দুই দেশেই আছে কিংবদন্তির কদর। পেলে, ম্যারাডোনা, রোনালদো, কিংবা হালের মেসিকে নিয়ে তাদের গর্বের শেষ নেই। তাই তো কিংবদন্তির সাথে মেসির ফুটপ্রিন্ট রাখতে চায় মারাকানা।
সাধারণত ব্রাজিলের আইকনিক স্টেডিয়াম মারাকানার হল অব ফেমে কিংবদন্তি সব ফুটবলারদের পায়ের ছাপ রাখা হয়। যেখানে রয়েছে পেলে, গ্যারিঞ্চা, ফিগুয়েরোয়া, পেটকোভিচ, ইউসেবিও, আরবেউ এবং বেকেনবাওয়ারের মতো তারকাদের পায়ের ছাপ। এবার তাদের পাশে স্থান দিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছে মারাকানা কর্তৃপক্ষ। ইতোমধ্যে তাকে চিঠিও পাঠানো হয়েছে।
তবে মেসি মারাকানায় যাবেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। আর্জেন্টাইন তারকার ম্যানেজার কিংবা পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। ব্রাজিলের কাছ থেকে চিঠি পেয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও কোনো উত্তর দেয়নি। অবশ্য এর আগেও মারাকানায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন মেসি, ২০২১ সালে কোপা আমেরিকা জেতার পর।
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল। ব্রাজিলও বিশ্বকাপ জয় করতে পারেনি ২০ বছর হয়ে গেল। নিজেরা না জিতলেও পাশের দেশের কিংবদন্তিকে শিরোপা জেতার জন্য সম্মানিত করতে চায় ব্রাজিল। যদি তাদের আমন্ত্রণে মেসি সাড়া দেন, তাহলে পেলেদের মতো কিংবদন্তির পাশে বসবেন তিনি।