BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ জিতে পেলে – নেইমারের শুভেচ্ছা পেলেন মেসি

Messi gets congratulations from Neymar and Pele for winning the World Cup

অপেক্ষার প্রহর শেষে অবশেষে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা ধরা দিয়েছে ফুটবল জাদুকর মেসির হাতে। লুসাইল স্টেডিয়ামে ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচটিতে বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছে ম্যাজিক্যাল মেসির আর্জেন্টিনা। পূর্ণতা পেয়েছে এক গল্পের এক রাজার সকল অর্জন। এমন আনন্দঘন মুহুর্তে গোটা ফুটবল বিশ্বের প্রশংসার জোয়ারে ভাসছেন ভিন গ্রহের ফুটবলার খ্যাত আর্জেন্টাইন মেগাস্টার লিওনেল মেসি। এবার তার এমন সফলতায় শুভেচ্ছা জানালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে এবং ব্রাজিলের বর্তমান অন্যতম সেরা ফুটবলার নেইমার। 

হ্যাঁ, এটার যোগ্যই ছিল ক্ষুদে জাদুকর। যোগ্য হিসেবেই বিশ্বকাপের ট্রফিটা নিজেদের করে নিল এলএমটেন। ব্রাজিলের তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে এভাবেই শুভেচ্ছা জানালেন মেসিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে শুভেচ্ছা জানিয়ে পেলে লিখেন, ” সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে।।মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে। “

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে পেলে নেইমারদের ব্রাজিল। চোটের কারণে মাঝে দল থেকে ছিটকে যান নেইমার। শুরুটা দুর্দান্ত দলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালেই থেমে যায় নেইমারদের হেক্সা জয়ের মিশন। হতাশ হয়ে পড়েন নেইমার ও। বিশ্বকাপ ব্যর্থতার রেশ ধরে কোচের পদ থেকে দায়িত্ব ছেড়ে দেন তিতে। ব্রাজিলের গণমাধ্যমেও সমালোচিত হচ্ছেন নেইমাররা।

তবে এত হতাশার মধ্যেও বন্ধু মেসিকে অভিনন্দন জানাতে ভুলে যাননি নেইমার। ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফুটবলার হলেও নতুন করে তাদের বন্ধুত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু  নেই। বিশ্বকাপ জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে  ট্রফিতে মেসির স্পর্শের একটি ছবি দিয়ে নেইমার লেখেন, ” তোমার হাতে এই ট্রফি উঠুক, সেটি বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম “।  মেসির প্রতি বন্ধু নেইমারের এই ভালোবাসা প্রশংসা কুড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেইমারের পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই নেইমারকে ধন্যবাদ জানিয়েছেন।

বিশ্বকাপ জিতে আলবিসেলেস্তেদের দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটল। জার্সিতে যুক্ত হলো তিন নম্বর তারকাটি। অন্যদিকে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপের সঙ্গে দূরত্বটা ২০ বছরেও কমে এলো না। নেইমার 

পেলেদের প্রত্যাশা আবার ঘুরে দাঁড়াবে ব্রাজিল। বলা হচ্ছে মেসির হাতে বিশ্বকাপ তুলে দিয়ে ফুটবল তার ঋন শোধ করল৷ ২০২৬ বিশ্বকাপ হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ। দেখা যাক শেষ বিশ্বকাপটা মেসির মত রাঙ্গাতে পারেন কিনা ব্রাজিলের প্রানভোমরা।

Exit mobile version