BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ খেলতে কাতারে পৌঁছালো ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েলস

England, Netherlands and Wales arrived in Qatar to play the World Cup

এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা কাতারেদ্য গ্রেটেস্ট শো অন আর্থএর পর্দা উঠবে ২০ নভেম্বর। এই আসরে অংশ নিতে ইতোমধ্যে মরুর দেশ কাতারে আসতে শুরু করেছে দলগুলো। ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং ওয়েলসের মতো দেশগুলো ইতোমধ্যে কাতারে পৌঁছে গেছে।

গেল বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড। গতবারের তুলনায় এবারের বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী দল গড়েছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথ গেট। যার নেতৃত্বে আছেন হ্যারি কেন। ইংলিশদের বিশ্বকাপ জয়ের দীর্ঘ ৬০ বছরের অপেক্ষা কি এবার কাতারে ঘুচবে? অবশ্য সাফল্যের সব রসদই আছে ইংলিশদের।

এদিকে বিশ্বকাপের আয়োজক হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই কাতারের বিরোধীতা করে আসছেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। তার দলবল নিয়ে সেই লুইসও পৌঁছে গেলেন বিশ্বকাপের দেশে। যেখানে বিশ্বকাপ খেলাটাই চাননি, সেই মরুর দেশেই বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে পা রেখেছে লুইস এবং ডাচ শিবির।

এছাড়া দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে খেলার টিকেট পাওয়া ওয়েলসও পৌঁছে গেছে কাতারে। দেশটির কোচ রবার্ট পেইজ এবং গ্যারেথ বেল সহ ২৬ জনের দলটি কাতারে পা রেখেছে বুধবার। উল্লেখ্য, সর্বশেষ ১৯৫৮ সালে বিশ্বকাপে খেলেছে ওয়েলস। বেলের হাত ধরে এবারের বিশ্বকাপ নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবে তারা।

Exit mobile version