কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক দিন। বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে কাতারের মোট ৮টি স্টেডিয়ামে। আর ইতিহাসের ব্যয়বহুল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো তৈরিতেই খরচ হয়েছে বেশিরভার অর্থ। কাতার বিশ্বকাপের ৮ স্টেডিয়ামের মধ্যে অন্যতম বেদুঈনদের তাবুর আকৃতির আল–বায়াত স্টেডিয়াম।
কাতারের আল খোর এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামটি ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য নির্মান করা হয়েছে। এটি কাতারের রাজধানী দোহা থেকে ৩৫ কি.মি. উত্তরে অবস্থিত। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটির উদ্বোধন হবে বিশ্বকাপের স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের ম্যাচ দিয়ে।
স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে তাবুর আদলে। এই তাবুর নকশা কাতার এবং উপসাগরীয় অঞ্চলের বেদুঈনদের ব্যবহৃত ঐতিহাসিক তাবুর প্রতিনিধিত্ব করে। তবে বিশ্বকাপের পর খুলে ফেলা হবে এই তাবু আকৃতির ছাদ। সেখানে উপরের অংশ রূপান্তরিত হবে একটি পাঁচ তারকা হোটেল। স্টেডিয়ামটির আশেপাশের পার্ক, হৃদ আর সুরক্ষিত গ্রিন বেল্ট ভূমি স্টেডিয়াম থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত।
উল্লেখ্য, স্টেডিয়ামটির নির্মান কাজ সালিনি এবং কিমোলাই ঠিকাদারী প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালের জানুয়ারি মাসে স্টেডিয়ামটির পরিবেশ বাছার ডিজাইন, নির্মাণ ব্যবস্থাপনা এবং শক্তির কার্যক্ষমতা কারণে স্থায়ীত্ব সনদ লাভ করে।