Skip to main content

News BN

বিশ্বকাপের স্টেডিয়াম : তাবুর আকৃতির আল-বায়াত স্টেডিয়াম 

World Cup Stadium: The tent-shaped Al-Bayt Stadium

কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক দিন। বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে কাতারের মোট ৮টি স্টেডিয়ামে। আর ইতিহাসের ব্যয়বহুল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো তৈরিতেই খরচ হয়েছে বেশিরভার অর্থ। কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের মধ্যে অন্যতম বেদুঈনদের তাবুর আকৃতির আলবায়াত স্টেডিয়াম। 

কাতারের আল খোর এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামটি ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য নির্মান করা হয়েছে। এটি কাতারের রাজধানী দোহা থেকে ৩৫ কি.মি. উত্তরে অবস্থিত। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটির উদ্বোধন হবে বিশ্বকাপের স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের ম্যাচ দিয়ে।

স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে তাবুর আদলে। এই তাবুর নকশা কাতার এবং উপসাগরীয় অঞ্চলের বেদুঈনদের ব্যবহৃত ঐতিহাসিক তাবুর প্রতিনিধিত্ব করে। তবে বিশ্বকাপের পর খুলে ফেলা হবে এই তাবু আকৃতির ছাদ। সেখানে উপরের অংশ রূপান্তরিত হবে একটি পাঁচ তারকা হোটেল। স্টেডিয়ামটির আশেপাশের পার্ক, হৃদ আর সুরক্ষিত গ্রিন বেল্ট ভূমি স্টেডিয়াম থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত।

উল্লেখ্য, স্টেডিয়ামটির নির্মান কাজ সালিনি এবং কিমোলাই ঠিকাদারী প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালের জানুয়ারি মাসে স্টেডিয়ামটির পরিবেশ বাছার ডিজাইন, নির্মাণ ব্যবস্থাপনা এবং শক্তির কার্যক্ষমতা কারণে স্থায়ীত্ব সনদ লাভ করে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...