২০ নভেম্বর কাতারে পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ‘ খ্যাত ফুটবল বিশ্বকাপের। এই আসরকে ঘিরে নতুনভাবে সেজেছে মরুর দেশ কাতার। রাস্তাঘাট, হোটেলের পাশাপাশি নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক সব স্টেডিয়াম। মোট ৮টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ।
স্টেডিয়ামগুলো নির্মাণ করতে ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। যারমধ্যে অন্যতম সুন্দর একটি হলো– আল জানুব স্টেডিয়াম। এটি দোহা থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণে আল–ওয়াকরাহ শহরে অবস্থিত। দেশটির ঐতিহ্যবাহী নৌকার পালের আদলে নির্মাণ করা হয়েছে এই স্টেডিয়াম। সাধারণত সমুদ্রে মাছ ধরা এবং মুক্তা আহরণের কাজে এই দেশে ব্যবহার করা হয় নৌকা।
স্টেডিয়ামটির বাইরের অংশটাও চোখজুড়ানো। সমন্বিত পার্কল্যান্ড দ্বারা বেষ্টিত জায়গায় রাখা হয়েছে খেলাধুলা ও অবকাশ যাপনের ব্যবস্থা। ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটির ডিজাইন করেছেন প্রখ্যাত নারী স্থপতি জাহা হাদিদ। ২০১৯ সালে কাতারের আমির কাপের ফাইনাল ম্যাচ দিয়ে এই স্টেডিয়াম উদ্বোধন করা হয়।
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বের মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে আল জানুব স্টেডিয়ামে। এই ম্যাচগুলো গ্যালারীতে বসে সরাসরি উপভোগ করতে পারবেন প্রায় ৪০ হাজার দর্শক। তবে জানা গেছে, বিশ্বকাপের পর এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা অর্ধেকে নামিয়ে আনা হবে। একইসাথে ফের আল–ওয়াকরাহ স্পোর্টস ক্লাবের কার্যক্রম চলবে।