BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের স্টেডিয়াম : আভিজাত্যে মোড়ানো কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 

বিশ্বকাপের স্টেডিয়াম : আভিজাত্যে মোড়ানো কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 

২০ নভেম্বর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ।দ্য গ্রেটেস্ট শো অন আর্থএর এই মহারণের আয়োজক কাতার তাদের প্রস্তুতি সেরে ফেলেছে। প্রস্তুত করে ফেলেছে বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়ামও। যার মধ্যে আলোচনায় এসেছে আভিজাত্যে মোড়ানো খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 

কাতারের দোহায় অবস্থিত এই স্টেডিয়ামটি। কাতারের সাবেক আমির খলিফা বিন হামাদ আল সানির নামে নামকরণ করা হয়েছে বহুমুখী স্টেডিয়ামটির। মধ্য দোহা থেকে প্রায় কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল রাইয়ানের সবচেয়ে প্রাচীন এবং আইকনিক স্টেডিয়ামগুলোর একটি এই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

১৯৭৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪০ হাজার। কাতার ২০২২ বিশ্বকাপের স্বত্ত পাওয়ার সময় এটিই ছিল কাতারের একমাত্র ফুটবল ভেন্যু। ফুটবল কিংবা অ্যাথলেটিক্স যেকোনো ধরনের ক্রীড়াপ্রতিযোগিতার জান্য এই স্টেডিয়ামকেই বেছে নেওয়া হত। স্থাপত্যের চারদিক জুড়ে রয়েছে অ্যাসপায়ার ডোম, অ্যাসপায়ার পার্ক, দ্যা টর্চ হোটেল এবং হামাদ অ্যাকোয়াটিকস সেন্টার। নান্দনিক এই স্টেডিয়ামটি এখন চলতি বছরের বিশ্বকাপের জন্য অপেক্ষায় আছে।

অত্যাধুনিক নকশায় তৈরি স্টেডিয়ামটি জুড়ে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। খেলোয়াড় এবং দর্শকদের জন্য আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে স্টেডিয়ামের দ্বৈত খিলানগুলোর নিচে প্রশস্ত ছাউনিও দেওয়া হয়েছে। গ্লোবাল টেকসই মূল্যায়ন সিস্টেম এর কাছ থেকে ২০১৭ সালে একটি চার তারকা রেটিং পেয়েছে, যা বিশ্বে প্রথম।

Exit mobile version