BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল

বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল

মরুর দেশে অনুষ্ঠিত হচ্ছে  ফুটবল বিশ্বকাপ। প্রথম কোনো মুসলিম রাষ্ট্র হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে কাতার। তাই তো, মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বকাপের আয়োজনে কোনো কমতি রাখেনি। খরচ করেছে বিপুল পরিমাণ অর্থ। নতুনত্বে আর আভিজাত্যে আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে যাওয়ার পথে এই আসর। এবার টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এলো ফিফা।

এর আগে বিশ্বকাপের অফিসিয়াল বল হিসেবে আত্মপ্রকাশ ঘটে আল রিহলার। যে বল দিয়ে খেলা হয়েছে গ্রুপপর্ব, দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের মোট ৬০ টি ম্যাচ। এখন বাকি চারটি হাই – ভোল্টেজ ম্যাচের আল হিল্ম নামের বল নিয়ে এলো ফিফা। এই বলটির স্পন্সর করেছে বরাবরই অ্যাডিডাস। এই বল দিয়ে খেলা হবে আসরের ফাইনাল সহ মহাগুরুত্বপূর্ণ চারটি ম্যাচ।

আরবি শব্দ আল হিল্মের বাংলা অর্থ স্বপ্ন। বিশ্বকাপের এই ম্যাচগুলোও যেকোনো দলের জন্য স্বপ্নের মতোই। সেই হিসেবেই হয়তো, এমন নাম দেওয়া হয়েছে বিশেষ ম্যাচ বলে। এদিকে আল রিহলায় যেমন প্রযুক্তি ছিল, আল হিল্মেও থাকছে ঠিক তাই। নতুন আঙিকের দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি করা হয়েছে এই বল। ব্যবহার করা হয়নি পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো উপাদান।

ইতোমধ্যে মাঠে ছাড়া হয়েছে বিশ্বকাপের নতুন বল। লিওনেল মেসিরা নতুন বল নিয়ে ফটোশুটও সেরে ফেলেছেন। প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ক্রোয়েট – আলবিসেলেস্তে লড়াই হবে এই বল দিয়ে। এই ম্যাচে জয় পাওয়া দলটিই পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে। তবে দুদলের শক্তিমত্তা বলছে, মাঠের লড়াইয়ে যেকোনো দলেরই জেতার সম্ভাবনা আছে।

অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং মরক্কো। অবশ্য আপাতদৃষ্টিতে ফ্রান্সের সহজ জয় পাওয়ার কথা থাকলেও, এবার তাদের কঠিন পরীক্ষা নেবে মরোক্কানরা। কারণ, সেমিফাইনালে ওঠার পথে তারা হারিয়েছে স্পেন, পর্তুগালের মতো দলগুলোকে। এছাড়া ফাইনাল এবং সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি।

Exit mobile version