Skip to main content

News BN

বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল

বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল

মরুর দেশে অনুষ্ঠিত হচ্ছে  ফুটবল বিশ্বকাপ। প্রথম কোনো মুসলিম রাষ্ট্র হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে কাতার। তাই তো, মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বকাপের আয়োজনে কোনো কমতি রাখেনি। খরচ করেছে বিপুল পরিমাণ অর্থ। নতুনত্বে আর আভিজাত্যে আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে যাওয়ার পথে এই আসর। এবার টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এলো ফিফা।

এর আগে বিশ্বকাপের অফিসিয়াল বল হিসেবে আত্মপ্রকাশ ঘটে আল রিহলার। যে বল দিয়ে খেলা হয়েছে গ্রুপপর্ব, দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের মোট ৬০ টি ম্যাচ। এখন বাকি চারটি হাই – ভোল্টেজ ম্যাচের আল হিল্ম নামের বল নিয়ে এলো ফিফা। এই বলটির স্পন্সর করেছে বরাবরই অ্যাডিডাস। এই বল দিয়ে খেলা হবে আসরের ফাইনাল সহ মহাগুরুত্বপূর্ণ চারটি ম্যাচ।

আরবি শব্দ আল হিল্মের বাংলা অর্থ স্বপ্ন। বিশ্বকাপের এই ম্যাচগুলোও যেকোনো দলের জন্য স্বপ্নের মতোই। সেই হিসেবেই হয়তো, এমন নাম দেওয়া হয়েছে বিশেষ ম্যাচ বলে। এদিকে আল রিহলায় যেমন প্রযুক্তি ছিল, আল হিল্মেও থাকছে ঠিক তাই। নতুন আঙিকের দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি করা হয়েছে এই বল। ব্যবহার করা হয়নি পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো উপাদান।

ইতোমধ্যে মাঠে ছাড়া হয়েছে বিশ্বকাপের নতুন বল। লিওনেল মেসিরা নতুন বল নিয়ে ফটোশুটও সেরে ফেলেছেন। প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ক্রোয়েট – আলবিসেলেস্তে লড়াই হবে এই বল দিয়ে। এই ম্যাচে জয় পাওয়া দলটিই পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে। তবে দুদলের শক্তিমত্তা বলছে, মাঠের লড়াইয়ে যেকোনো দলেরই জেতার সম্ভাবনা আছে।

অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং মরক্কো। অবশ্য আপাতদৃষ্টিতে ফ্রান্সের সহজ জয় পাওয়ার কথা থাকলেও, এবার তাদের কঠিন পরীক্ষা নেবে মরোক্কানরা। কারণ, সেমিফাইনালে ওঠার পথে তারা হারিয়েছে স্পেন, পর্তুগালের মতো দলগুলোকে। এছাড়া ফাইনাল এবং সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...