এবারের বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখলেন ডব্লিউ হেনেসি। শুক্রবার ইরানের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়েলসের এই গোলরক্ষক। নিজের সীমানার বাইরে এসে অন্যায়ভাবে আঘাত করে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়ান তিনি।
ম্যাচের ৮৬ মিনিটে ওয়েলসের ডি বক্সের কিছুটা বাইরে বল দখলের চেষ্টা করেন ইরানের ফরোয়ার্ড মেহেদি তারেমি। এসময় গোলপোস্ট ছেড়ে ডি বক্সের বাইরে চলে আসেন হেনেসি। সেখানে উড়ন্ত কিক করতে গিয়ে তার লাথি গিয়ে লাগে তারেমির চোয়ালে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওয়েলস গোলরক্ষককে হলুদ দেখায় রেফারি।
তবে মারাত্মক এই অপরাধে শুধু হলুদ কার্ড দিয়েই ক্ষান্ত হননি রেফারি। সাহায্য নেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর)। এরপর হেসেনিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রোফারি। অবশ্য দলের প্রধান গোলরক্ষককে হারিয়ে ভুগতে হয়েছে ওয়েলসকে। হেনেসি উঠে যাওয়ার পর দ্রুতই দুটি গোল হজম করে তারা।
হেনেসি মাঠে থাকা পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই। কিন্তু তিনি উঠে যাওয়ার পর ম্যাচের অতিরিক্ত সময়ে প্রথমবার ওয়েলসের জালে বল জড়িয়ে দেয় ইরান। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তারা। অপরদিকে ইরানের জালে একবারও বল পাঠাতে পারেনি গ্যারেথ বেলরা। শেষ পর্যন্ত ২ – ০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।