টানা ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ১৭ হাজার কিলোমিটারেরও বেশি দূর থেকে বিশ্বকাপের শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মেসি – আর্জেন্টিনার ভক্তরা। তাদের ভালোবাসা আবেগ পৌঁছে গেছে সুদূর আর্জেন্টিনায়। শিরোপা জয়ের পর তাই লাল সবুজের এই ছোট্ট দেশকে ভুলে যায়নি তারা। বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন খোদ লিওনেল মেসির মা সিলিয়া মারিয়া। ধন্যবাদ জানিয়েছেন গোটা আর্জেন্টাইন ফুটবল টিম।
বিশ্বকাপ জয়ের আগেই মেসির প্রতি বাংলাদেশিদের ভালোবাসা, তাদের আবেগ পৌঁছে গিয়েছিল মেসির মায়ের কানে। তখনও বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। এবার শিরোপা জয়ের পরেও ভুলে যাননি এই রত্নগর্ভা নারী। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ জয়ের পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ” বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জেনেছি। সেখানে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনার কথা শুনেছি। বিশেষ করে মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জেনে আমি খুবই খুশি। “
বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ” আশা করি, মেসির জন্য বাংলাদেশের মানুষের এই ভালোবাসা অব্যাহত থাকবে। বাংলাদেশকে ভালোবাসি। সেখানকার মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। “
বিশ্বকাপ চলাকালীন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। টাইগারদের সিরিজ জয়ে তখন গলা ফাটিয়েছিলেন আর্জেন্টাইনরা। জানিয়েছিলেন শুভেচ্ছা। এমনকি বুয়েনস এইরেসে বাংলাদেশের জাতীয় পতাকাও উড়িয়েছিলেন তারা। বাংলাদেশি ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন দলটির কোচ খোদ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে হ্যান্ডলেও এর আগে বাংলাদেশ নিয়ে পোস্ট করা হয়েছিল। এবার শিরোপা জয়ের পর ধন্যবাদ জানালেন আর্জেন্টিনা ফুটবল দলটি।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে লেখা হয়, ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল। “
উল্লেখ্য, বিশ্বকাপের শিরোপা জয়ের পর এই শিরোপা বাংলাদেশেরও – এমন মন্তব্যও করেছেন আর্জেন্টাইনরা। এদিকে বিশ্বকাপের আগেই আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি জানিয়েছিলেন এটাই ( ফাইনালের ম্যাচ) তার দেশের হয়ে শেষ ম্যাচ। তবে ভক্তদের সুখবর জানিয়ে তিনি শিরোপা জয়ের পরে জানান, দেশের জার্সিতে তিনি আরও খেলতে চান। এমনকি কোচ স্কালোনি এটাও জানিয়েছেন মেসির জন্য পরবর্তী বিশ্বকাপে মেসির ১০ নাম্বার জার্সি থাকবে।