গোটা দুনিয়া জুড়ে লিওনেল মেসি আর তার দল আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা অগণিত। তারমধ্যে বাংলাদেশের আনাচে-কানাচে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের দেখা মেলে। বিশ্বকাপ কিংবা অন্য যেকোনো প্রতিযোগিতায়, দূরদেশ থেকে মেসিদের অকুন্ঠ সমর্থন যুগিয়ে থাকেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।এবার সেই ভালোবাসার প্রতি সম্মান আর ফিরতি ভালোবাসা আসলো খোদ আর্জেন্টিনা থেকেই।
একবার ভাবুন তো, কোনো ম্যাচে গোল করার পর বাংলাদেশের পতাকা হাতে উদযাপন করছেন মেসি। দৃশ্যটি কেমন হবে? স্বপ্নের চেয়েও কম কি? বাস্তবে এমন না হলেও, এবার এমন একটি এডিট করা ছবি তৈরি করে তা প্রকাশ করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের ফেইসবুক পেইজ।
কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২ – ০ গোলের জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি। মেক্সিকানদের জালে বল পাঠিয়ে আর্জেন্টাইন নাম্বারটেনের উদযাপনের ছবিতে হাতে এডিট করে বাংলাদেশের পতাকা বসিয়ে দেওয়া হয়। ফেইসবুকে সেই ছবির ক্যাপশনে দেয়া হয়, ” লিওনেল মেসি বাংলাদেশ। “
এদিকে বাংলাদেশের থাকা আর্জেন্টিনা সমর্থকদের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন। তাদের দাবি দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপের ট্রফি। মেসিরা কি পারবেন সমর্থকদের প্রত্যাশা পূরন করতে? উত্তর হয়ত সময়েই দেবে।
মেসিদের সামনে এখন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয়ে টপকাতে হবে পোলিশ বাঁধা। রবার্তো লেভানডোফস্কির দলকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। এর আগে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচটি হেরে অনেকটা ব্যাকফুটে চলে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।