BJ Sports – Cricket Prediction, Live Score

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ফ্রান্স বনাম মরক্কো: সেমি ফাইনাল

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ফ্রান্স বনাম মরক্কো: সেমি ফাইনাল

ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের বিবরণ

ম্যাচ: ফ্রান্স বনাম মরক্কো, সেমি ফাইনাল । কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ১৫ ডিসেম্বর ২০২২

সময়: ১.০০ এএম (GMT+৬), ১২.৩০ এএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আল বায়ত স্টেডিয়াম, কাতার


ফ্রান্স বনাম মরক্কো প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম মরক্কো

কাতার বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ফ্রান্স টুর্নামেন্টের চমক সৃষ্টিকারী জায়ান্ট কিলার পরিচিতি পাওয়া মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ফাইনালে যাওয়ার লড়াইয়ে। ফ্রান্স টানা দুইবার শিরোপা জেতার পথে এগিয়ে চলেছে। অপরদিকে প্রথম আফ্রিকান দেশ হিসাবে সেমিফাইনাল খেলবে মরক্কো।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি ফ্রান্স। তবে শেষ পর্যন্ত অলিভিয়ার জিরার্ড এবং ওরেলিওনের গোলে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করার পথে অনেকে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগালকে গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে আফ্রিকান দেশ মরক্কো। এবার তাদের সামনে নিজেদের ছাপিয়ে যাওয়ার পালা। সেমিফাইনালে ফ্রান্সের বাধা পেরিয়ে ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ তাদের সামনে। একের পর এক চমক সৃষ্টিকারী দলটি সেমিফাইনালেও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের চতুর্থ দল ফ্রান্স ২২ তম দল মরক্কোর মুখোমুখি হতে চলেছে। নিঃসন্দেহে এটি মরক্কোর জন্য একটি কঠিন পরীক্ষা হতে চলেছে।

ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের মূল পয়েন্ট:

ফ্রান্স নিজেদের সর্বশেষ তিন সেমিফাইনালেই জয় তুলে নেয়। ম্যানেজার হিসেবে দিদিয়ের দেশম বিশ্বকাপে নিজেদের ১৭ ম্যাচের মধ্যে ১৩ টিতেই জয় পায়।

ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ছুটে চলেছে দেশমের ফ্রান্স। তাদের এই স্বপ্নযাত্রার সারথি কিলিয়ান এমবাপ্পে। তার উপর নির্ভর করেই নতুন ইতিহাস রচনা করতে মাঠে নামবে হট ফেভারিট ফ্রান্স।

অপরদিকে আন্ডারডগ মরক্কো সেমিফাইনালের পথে বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মত শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তারা কেউ আফ্রিকান দেশটির জালের ঠিকানা খুঁজে পায়নি। এবারের বিশ্বকাপের ম্যাচের টিতেই নির্ধারিত সময়ে নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রাখতে সক্ষম হয় তারা। 

রূপকথার গল্প রচনার পথে মরক্কো নির্ভর করবে নিজেদের জমাট রক্ষণ এবং গোলকিপারের ওপর। দলের মূল তারকা ইউসুফের উপর নির্ভর করে ফাইনাল টিকিট নিশ্চিত করতে মরিয়া হয়ে থাকবে দলটি।


ফ্রান্স বনাম মরক্কো হেড টু হেড

দুই দলের এখন পর্যন্ত ১১ বারের দেখায় ম্যাচেই জয় তুলে নেয় ফ্রান্স। এখন পর্যন্ত একবার জয়ের দেখা পায় মরক্কো এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়। ১৯৬৩ সালের পর আর কখনোই ফ্রান্সের বিপক্ষে জয় পায়নি মরক্কো। ২০০৭ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সর্বশেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোলে ড্র হয়।


ফ্রান্স বনাম মরক্কো টিমের খবর

ইনজুরি আক্রান্ত নায়েফ আগুয়ের্দ কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল ম্যাচ মিস করতে চলেছেন। এছাড়াও পিঞ্জরের কারণে অনিশ্চিত রোমেন সাইস, নুসাইর মাজরাউই, আবদেলহামিদ সাবিরির খেলা। হাকিম জিয়েস পর্তুগালের বিপক্ষে ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হলেও ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। অপরদিকে, দুইটি হলুদ কার্ড দেখায় ওয়ালিদ চেদিরা খেলতে পারবেন না এই ম্যাচে।

ফ্রান্স দলে নতুন কোন ইনজুরি অথবা সাসপেনশন সমস্যা নেই। তাই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত এমবাপ্পের ফ্রান্স।


ফ্রান্স বনাম মরক্কো স্কোয়াড

ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম), আলফোনস আরেওলা (ওয়েস্ট হ্যাম), স্টিভ মান্দান্ডা (রেনেস)

ডিফেন্ডার: থিও হার্নান্দেজ (এসি মিলান), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডেওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড), প্রেসনেল কিম্পেম্বে (প্যারিস সেন্ট জার্মেই), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ) , জুলেস কাউন্ডে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ),

মিডফিল্ডার: ইউসেফ ফোফানা (মোনাকো), মাত্তেও গুয়েনডোজি (মার্সেই), আদ্রিয়েন রাবিওট (জুভেন্টাস), এডুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), অরেলিয়ান চৌমেনি (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (মার্সেই)।

ফরোয়ার্ড: কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম, (বরুশিয়া মনচেংলাডবাখ), রান্ডাল কোলো মুয়ানি (ইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কাইলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ট-জার্মেই), অলিভিয়ের গিরুদ (এসি মিলান), ওসি। (বার্সেলোনা), অ্যান্টোইন গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ)

মরক্কো স্কোয়াড

গোলরক্ষক: ইয়াসিন বুনু (সেভিয়া), মুনির এল কাজভি (আল-ওয়েহদা), আহমেদ রেদা তাগনাউতি (ওয়াইদাদ এসি)

ডিফেন্ডার: জাওয়াদ এল-ইয়ামিক (ভালাডোলিড), রোমেন সাইস (বেসিকতাস), ইয়াহিয়া আত্তিতাত-আল্লাল (ওয়াইদাদ), বদর বেনন (কাতার এসসি), আচরাফ দারি (স্টেড ব্রেস্টয়েস), নায়েফ আগুয়েরে (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), আচরাফ হাকিমি (প্যারিস) সেন্ট জার্মেই)। ) সেন্ট জার্মেইন), নওসাইর মাজরাউই (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার: আবদেলহামিদ সাবিরি (সাম্পদোরিয়া), বিলেল এল খানউস (জেঙ্ক), ইয়াহিয়া জাবরেন (ওয়াইদাদ), সেলিম আমাল্লাহ (স্ট্যান্ডার্ড লিজ), আজজেদিন ওনাহি (অ্যাঞ্জার্স), সোফিয়ান আমরাবাত (ফিওরেন্টিনা)।

ফরোয়ার্ড: ইজে আবদে (ওসাসুনা), ইউসেফ এন-নেসিরি (সেভিলা), আবদেররাজাক হামদাল্লাহ (আল-ইত্তিহাদ), আমিনে হারিত (মারসেই), হাকিম জিয়াচ (চেলসি), জাকারিয়া আবুখলাল (টুলুস), সোফিয়ান বোফাল (অ্যাঞ্জার্স), ইলিয়াস চেয়ার (QPR), ওয়ালিদ চেদিরা (ব্যারি)


ফ্রান্স বনাম মরক্কো প্রেডিকশন

স্কোরকার্ড: ফ্রান্স মরক্কো

পরিসংখ্যান বিবেচনায় এই ম্যাচে ফেভারিট হিসাবে মাঠে নামবে ফ্রান্স।তবে বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচেই ক্লিন শীট ধরে রাখা মরক্কোর রক্ষণ দুর্গ ভাঙ্গা সহজ হবে না তাদের বিপক্ষে। তাই জমজমাট লড়াই হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।

Exit mobile version