কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এবারের বিশ্বকাপের ২৬ জনের দল দেওয়ার নিয়ম থাকলেও, ২৫ জনের দল নিয়ে কাতার যাবেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এক সংবাদ সম্মেলন করে এই দল ঘোষণা করেন দেশম।
ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না পল পগবা এবং এনগোলো কান্তের। চোটের কারণে এই দুই মিডফিল্ডারকে ছাড়াই দল ঘোষণা করেছে দেশম। তবে চোট সমস্যা থাকলেও বিশ্বকাপ দলে রাখা হয়েছে দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং প্রেসনেল কিম্পেম্বেকে। এদিকে ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফরাসিরা।
কাতার বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের ফ্রান্স দল:
গোলরক্ষক: হুগো লরিস, আলফঁস আরিওলা এবং স্তিভ মাঁদাঁদা।
ডিফেন্ডার: রাফায়েল ভারানে, লুকাস এরনান্দেজ, থিও এরনান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, রেঞ্জামিন পাভার্দ, উইলিয়াম সালিবা, ডায়ট উপমেকানো, জুলস কুন্দে এবং ইব্রাহিম কোনাতে।
মিডফিল্ডার: আদ্রিয়াঁ রাবিও, মাতেও গেনদোজি, অহেলিয়া চুয়ামেনি, জরদাঁ ভেরেতু, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ইউসুফ ফোফানো।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোমান, ওসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, অ্যান্টোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে এবং ত্রিস্তোফা এনকুনকু।