২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। যেখানে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। কাতার মিশনের জন্য ইতোমধ্যে শক্তিশালী দলও ঘোষণা করেছেন দেশটির কোচ লিওনেল স্কলোনি। দল ঘোষণার পর নিজ দেশের এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
নিজেদের দল নিয়ে কথা বলতে যেয়ে মেসি ফিরে গেলেন ৮ বছর পেছনে, ২০১৪ সালের বিশ্বকাপে। আর্জেন্টাইন অধিনায়ক জানালেন, ব্রাজিলের সেই বিশ্বকাপ দলের সঙ্গে এবারের বিশ্বকাপ দলের একাধিক মিল খুঁজে পাচ্ছেন তিনি। অবশ্য ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১ – ০ গোলে হেরে শিরোপা ঘরে তোলা হয়নি আলভিসেলেস্তেদের।
দল প্রসঙ্গে মেসি বলেন, ” ২০১৪ বিশ্বকাপের দলটির সঙ্গে এই দলের অনেক মিল দেখছি। সেই দলটি যেভাবে গড়া হয়েছে, এটাও তা–ই। মানসিক শক্তির জায়গাটাও একই। ওই দলটি বিশ্বকাপের শেষ পর্যন্ত যেভাবে এগিয়েছে, এই দলটিকেও তেমন মনে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয় পেল, পরবর্তীতে সেই আত্মবিশ্বাস কাজে দেবে। “
এই দল নিয়েই আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিতে চান মেসিরা। তবে বাস্তবতা মাথায় রেখে সাধারণ দর্শকদের কথায় কান দিতে চান না ফুটবলের ক্ষুদে জাদুকর। কারণ, বিশ্বকাপের মতো মঞ্চে একটি ভুলের কারণে যেকোনো কিছুই হয়ে যেতে পারে। তবে মেসি মনে করছেন, তার দলের সবাই বিশ্বকাপে লড়াই করার জন্য প্রস্তুত।