BJ Sports – Cricket Prediction, Live Score

ঘরের মাঠে বিশ্বকাপ, দল ঘোষণা করলো কাতার

ঘরের মাঠে বিশ্বকাপ, দল ঘোষণা করলো কাতার

এবারের বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে মরুর দেশ কাতারে। এই আসরকে স্বাগত জানাতে নতুনভাবে সেজেছে দেশটি। উৎসাহ আর উদ্দীপনায়ও নেই কোনো কমতি। তবে কাতারের জন্য আরো একটি বিশেষত্ব হচ্ছে, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। আয়োজক হওয়ার বদৌলতে বিশ্বকাপে খেলার টিকেট পায় দলটি।

ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করেছে কাতার। এই মিশনে লড়ার জন্য ২৬ জনকে বেছে নিয়েছেন দলটির কোচ ফেলিক্স সানচেজ। নিজেদের সাধ্যমতো সেরা দল গড়লেও গ্রুপপর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। যেখানে কাতারের সঙ্গী হবে ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডসের মতো দলগুলো।

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের কাতার দল:

গোলরক্ষক: সাদ আল শেব, মেশাল বার্শিম এবং ইউসেফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মোশাব খেদেব, তারেক সালমান, বাসসাম আল রাওই, বাওয়ালেম খৈকি, আব্দেলকরিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমাম আহমেদ এবং জাসেম জাবের।

মিডফিল্ডার: আলী আসাদাল্লা, আসিম মাদিবো, মোহাম্মেদ ওয়াদ, সালেম আল হাজরি, মুস্তাফা তারেক, করিম বৌদিয়াফ এবং আব্দুলআজিজ হাতেম।

ফরোয়ার্ড: নাইফ আল হাদরামি, আহমেদ আলাদ্দিন, হাসান আল হেইদৌস, আকরাম আফিফ, আলমইজ আলী, মোহাম্মদ মুনতারি এবং খালেদ মৌনির।

Exit mobile version