Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ক্যামেরুন বনাম সার্বিয়া: ২৯ তম ম্যাচ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ক্যামেরুন বনাম সার্বিয়া: ২৯ তম ম্যাচ

ক্যামেরুন বনাম সার্বিয়া ম্যাচের বিবরণ

ম্যাচ: ক্যামেরুন বনাম সার্বিয়া, ২৯ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৮ নভেম্বর ২০২২

সময়: ৪.০০ পিএম (GMT+৬), ৩.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আল জানুব স্টেডিয়াম, কাতার


ক্যামেরুন বনাম সার্বিয়া প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে জি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ক্যামেরুন সার্বিয়া

জি গ্রুপের দুই আন্ডারডগ মুখোমুখি হতে চলেছে এই ম্যাচে। প্রথম ম্যাচে ক্যামেরন সুইজারল্যান্ড এর কাছে পরাজিত হয়েছিল। অপরদিকে সার্বিয়া টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিলের কাছে পরাজিত হয়। এই ম্যাচটি তাই দু দলের জন্যই ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে।

নিজেদের উদ্বোধনী ম্যাচে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে অসাধারণ নৈপুন্য দেখিয়েছে ক্যামেরুন। সহজ সুযোগ মিস না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। ক্যামেরুন বংশোদ্ভুত এমবলোর গোলে পরাজিত হয় তারা। ম্যাচের পারফরমেন্স বিবেচনায় এটিকে অঘটন বলা চলে।

অপরদিকে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়ে গেছে সার্বিয়া। শক্তিমত্তার বিবেচনায় অনেকটা পিছিয়ে থাকলেও মাঠে সেই শূন্যতা অনুভব করতে দেননি। প্রথম ম্যাচের দুই পরাজিত দল এই ম্যাচে নিজেদের এগিয়ে রাখা চেষ্টা করবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৩ তম দল ক্যামেরুন ২১তম দল সার্বিয়ার মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি নিঃসন্দেহে ক্যামেরুনের জন্য কঠিন পরীক্ষা। 


ক্যামেরুন বনাম সার্বিয়া ম্যাচের মূল পয়েন্ট

চৌপো মেটিং, এমবেউমো এবং হংলা প্রথম ম্যাচের পারফরমেন্স অনুযায়ী গোলের দেখা না পাওয়া হতাশাজনক। বল দখলের লড়ে পরিষ্কার এগিয়ে থেকেও ফিনিশারের অভাবে নিজেদের কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়। ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে দলটি। স্বপ্নযাত্রা অনেকটাই নির্ভর করবে চৌপো মেটিং এর ওপর।

অপরদিকে সার্বিয়া শক্তিশালী ব্রাজিলকে প্রায় এক ঘণ্টা গোল বঞ্চিত রাখতে সক্ষম হয়। নিজেদের রক্ষণভাগে তারা অসাধারণ নৈপুণ প্রদর্শন করে। তবে এই ম্যাচে জয়ের দেখা পেতে হলে দক্ষ ফিনিশারের প্রয়োজন। আলেকজান্ডার মেট্রোভিক হয়ে উঠতে পারেন দলের কান্ডারী।


ক্যামেরুন বনাম সার্বিয়া হেড টু হেড

দুই দল এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছিল। ফ্রেন্ডলি ম্যাচে ২০১০ সালে গোলের জয় তুলে নেয় সার্বিয়া।


ক্যামেরুন বনাম সার্বিয়া টিমের খবর

ব্রাজিলের বিপক্ষে মাঠ ছাড়তে বাধ্য হওয়া ফিলিপ কস্টিকের খেলার ব্যাপারে সংশয় রয়েছে। ডুসান ভ্লাহোভিককে দেখা যেতে পারে দলে।

অপরদিকে ইনজুরি মুক্ত ক্যামেরুন পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত।


ক্যামেরুন বনাম সার্বিয়া স্কোয়াড

 ক্যামেরুন স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ক্যামেরুন বনাম সার্বিয়া: ২৯ তম ম্যাচ

গোলরক্ষক: সাইমন এনগাপান্ডুয়েতনবু (মার্সেই), ডেভিস এপাসি (আভা ক্লাব), আন্দ্রে ওনানা (ইন্টার মিলান)

ফরোয়ার্ড: এরিক ম্যাক্সিম চৌপোমোটিং (বায়ার্ন মিউনিখ), ভিনসেন্ট আবুবাকার (আল নাসর), ক্রিশ্চিয়ান বাসোগগ (সাংহাই শেনহুয়া), সোয়াইবো মারু (কোটন স্পোর্ট), জেরোম এনগম (কলম্বে স্পোর্টিভ ডু সুদ অফিস), জর্জেসকেভিন এনকৌডৌ (বেস), জিনপিয়েরে এনসেম (ইয়াং বয়েজ বার্ন), কার্ল টোকো একামবি (অলিম্পিক লিওনাইস), ব্রায়ান এমবেউমো (ব্রেন্টফোর্ড), নিকোলাস মৌমি এনগামেলু (ইয়ং বয়েজ বার্ন)

মিডফিল্ডার: অলিভিয়ের এনচাম (সোয়ানসি সিটি), মার্টিন হংলা (ভেরোনা), পিয়েরে কুন্দে (অলিম্পিয়াকোস), গেইল ওন্ডুয়া (হ্যানোভার 96), স্যামুয়েল ওম গোয়েট (মেচেলেন), আন্দ্রেফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা (নাপোলি)

ডিফেন্ডার: এনজো ইবোসে (উডিনিস), জিনচার্লস ক্যাসটেলেত্তো (নান্টেস), কলিন্স ফাই (আল তাই), নিকোলাস এনকৌলো (অ্যারিস স্যালোনিকা), অলিভিয়ের এমবাইজো (ফিলাডেলফিয়া ইউনিয়ন), টোলো নৌহু (সিয়াটেল সাউন্ডারস), ক্রিস্টোফার উও (স্টেড রেনেস)

সার্বিয়া স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ক্যামেরুন বনাম সার্বিয়া: ২৯ তম ম্যাচ

গোলরক্ষক: ভাঞ্জা মিলিনকোভিচ, প্রিড্রাগ রাজকোভিচ, মার্কো দিমিত্রোভিচ

ফরোয়ার্ড: দুসান ভ্লাহোভিচ, আলেকসান্ডার মিত্রোভিচ, দুসান তারিক, লুকা জোভিচ, আন্দ্রিজা জিভকোভিচ

মিডফিল্ডার: সার্জেজ মিলিনকোভিচ, ফিলিপ কস্টিক, নেমাঞ্জা রাডোঞ্জিক, সাসা লুকিক, নেমাঞ্জা গুডেলজ, ইভান IIic, ডার্কো লাজোভিচ, ফিলিপ ডুরিকিক, নেমাঞ্জা মাকসিমোভিচ, মার্কো গ্রুজিক, উরোস রেসিক

ডিফেন্ডার: নিকোলা মিলেনকোভিচ, স্ট্রাহিনজা পাভলোভিচ, স্টিফান মিত্রোভিচ, মিলোস ভেলজকোভিচ, শ্রীদান বাবিক, স্ট্রাহিনজা এরকোভিচ, ফিলিপ ম্লাদেনোসিক


ক্যামেরুন বনাম সার্বিয়া প্রেডিকশন

স্কোরকার্ড: ক্যামেরুন সার্বিয়া

ডু অর ডাই ম্যাচে দুই দলে জয় তুলে নিতে মরিয়া হয়ে খেলতে নামবে। এই ম্যাচে পরাজয় দুই দলকেই টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে। 

পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সার্বিয়া পরিষ্কারভাবে এগিয়ে। তাই তাদের ম্যাচে জয় তুলে নেয়ার সম্ভাবনাই বেশি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...