Skip to main content

News BN

কাতার বিশ্বকাপ সেরা বিশ্বকাপ হবে : ফিফা সভাপতি 

Qatar World Cup will be the best World Cup: FIFA President

কাতার বিশ্বকাপের আয়োজক হওয়ার পর কম সমালোচনা হয়নি। দেশটির বিরুদ্ধে ঘুষ দিয়ে আয়োজক হওয়া, অভিবাসী শ্রমিকদের মৃত্যুর অভিযোগও করা হয়। যদিও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্তদ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত বিশ্বকাপের আয়োজন করে তারা। বিশ্বকাপ শুরুর আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর সেখানে কাতার নিয়ে ভন্ডামি করা ইউরোপিয়ানদের ক্ষমা চাইলে বলেন তিনি।

বিশ্বকাপকে কেন্দ্র করে ইউরোপিয়ানদের অতীত ইতিহাস তুলে ধরে কথা বলেন ফিফা সভাপতি , ” ইউরোপ আর পশ্চিমা বিশ্ব এখন অনেক কিছু শেখায়। গত হাজার বছর ইউরোপিয়ানরা বিশ্বজুড়ে যা করেছে, তাতে মানুষকে নীতিকথা শোনানোর আগে আগামী হাজার বছর তাদের ক্ষমা চাওয়া উচিত।

কাতারে সমলিঙ্গের সম্পর্ক এবং প্রকাশ্যে অ্যালকোহল পানের অনুমতি নেই। এটা নিয়েও কম সমালোচনা হয়নি বিশ্বকাপ শুরুর আগে। ফিফা সভাপতি প্রসঙ্গ তুলে ধরেও বক্তব্য দেনআজ আমি নিজেকে কাতারের একজন মনে করছি। মনে করছি আরবি, মনে করছি আফ্রিকান, মনে করছি সমকামী, মনে করছি প্রতিবন্ধী, মনে করছি অভিবাসী শ্রমিক। কিন্তু আমি আসলে কাতারি, আরব, আফ্রিকান, সমকামী বা প্রতিবন্ধী নই। তারপরেও কেন এমন মনে করছি? ”

কারণ উল্লেখ করে তিনি বলেন, ” আমি জানি বৈষম্যের শিকার হলে কেমন লাগে, বুলিংয়ের শিকার হলে কেমন লাগে, অন্য দেশে ভিনদেশি হয়ে থাকার অনুভূতিই বা কেমন। ছেলেবেলায় লাল চুল আর গায়ে দাগের কারণে বুলিংয়ের শিকার হয়েছিলাম আমি। ( সুইজারল্যান্ডে) একজন ইতালিয়ানও ছিলাম। ভেবে দেখুন তো, তখন আপনারা কী করতেন? এসব ক্ষেত্রে মানুষের সঙ্গে মেশা দরকার। অভিযোগ করা, আক্রমণ করা বা অপমান করা নয়।

ইউরোপ পশ্চিমা বিশ্বের ব্যবসায়িক গোষ্ঠীর সমালোচনা করে ইনফান্তিনো বলেন, ” ইউরোপ আর পশ্চিমা কোম্পানিগুলো কাতার থেকে মিলিয়ন, বিলিয়ন ডলার আয় করে, তাদের কয়টা অভিবাসন শ্রমিকদের অধিকার নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে? কেউ বলেনি। কারণ, আইন বদলালে তাদের আয় কমে যাবে। কিন্তু আমরা সেটা করেছি। কাতারে কাজ করা এইসব কোম্পানির চেয়ে ফিফার আয় কম। কাতার বিশ্বকাপ এযাবৎকালের সেরা বিশ্বকাপই হবে।

তবে এসব বক্তব্য একান্ত নিজের উল্লেখ করে ইনফান্তিনো বলেন, ” আমাকে কাতারের পক্ষে দাঁড়াতে হবে না, কাতার নিজেই নিজের কথা বলবে। আমি কথা বলছি ফুটবলের পক্ষে। কাতার উন্নতি করেছে।

সবাইকে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ দিতে বলে তিনি বলেন, ” আপনাদের যদি কারও সমালোচনা করতে হয়, করুন। কোচ, খেলোয়াড়দের ওপর চাপ দেবেন না। সমালোচনা করতে চাইলে আমাকে বিদ্ধ করুন। আমি আছি। অন্যদের সমালোচনা করবেন না। কাতারের সমালোচনা করবেন না। মানুষকে বিশ্বকাপ উপভোগ করতে দিন।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...