BJ Sports – Cricket Prediction, Live Score

কাতার বিশ্বকাপ মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি

Nora Fatehi is ready to entertain in the World Cup in Qatar 

বলিউডে আইটেম গানে নিয়মিত ঝড় তুলে থাকেন নোরা ফাতেহি। ‘সাকি সাকি’ এবং ‘দিলবার দিলবার’ গান দুটিতে নোরার নাচ, বিশ্বজুড়েই সাড়া ফেলেছে। দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মরোক্কান নৃত্যশিল্পী এবার স্টেজ মাতাবেন ফিফা বিশ্বকাপে। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম পিংক ভিলা।

কাতার বিশ্বকাপে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’ নামের একটি প্রতিষ্ঠান। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পপ তারকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটিও প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ‘লা লা লা’ গানটিও প্রযোজনা করেছে ‘রেড ওয়ান’। এ নিয়ে শাকিরা এবং জেনিফার লোফেজের পর বিশ্বকাপের মঞ্চে যাচ্ছেন নোরা।

পিংক ভিলার এক প্রতিবেদনে জানানো হয়, কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে নোরাকে। তখন নাচে নয়, গান গেয়ে দর্শক মাতাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী।  মরোক্কোয় জন্মগ্রহণ করা নোরার কর্মজীবন শুরু হয় কানাডায়। মুম্বাইয়ে এসে যোগ দেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

উল্লেখ্য, ২০ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে টুর্নামেন্টের আয়োজক দেশ কাতার। অংশগ্রহণকারী দলগুলোর সেরে নিচ্ছে শেষমুহুর্তের প্রস্তুতি। এরমধ্যে নিজেদের প্রাথমিক স্কোয়াডও ফিফার কাছে জমা দিয়েছে দলগুলো।

Exit mobile version