BJ Sports – Cricket Prediction, Live Score

কাতার বিশ্বকাপে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড জার্সি 

The 'hand of god' jersey of Maradona in Qatar World Cup

আর কয়েক দিন বাদেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই ফুটবল জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা দুনিয়া। কাতারে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে অনেক রথীমহারথী। তবে ব্যতিক্রমী যা, তা হলো কাতার বিশ্বকাপে দেখা যাবে আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে।

তবে মাঠের খেলায় নয়, ম্যারাডোনার দেখা মিলবে ভিন্নভাবে। প্রয়াত ম্যারাডোনা না থেকেও আছেন বিশ্বকাপে। বিশ্বকাপ উপলক্ষ্যে একটি প্রদর্শনী চালু করবে কাতার অলিম্পিক স্পোর্টস জাদুঘর। যেখানে থাকবে ম্যারাডোনারহ্যান্ড অব গডখ্যাত জার্সিটি। ক্রীড়াঙ্গনের ইতিহাসে রেকর্ড গড়া ( দাম .৯৩ মিলিয়ন ডলার) এই জার্সিটি এপ্রিল পর্যন্ত প্রদর্শনীতে রাখবে কর্তৃপক্ষ।

১৯৮৬ সালের বিশ্বকাপে এই জার্সি পরেই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ম্যারাডোনার আর্জেন্টিনা। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের মিনিয়েহাত দিয়েগোল করেন ম্যারাডোনা। যেটিহ্যান্ড অব গডনামে পরিচিতি পায়। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে, ম্যারাডোনার গোলটির মাহাত্ম্য বেড়ে যায়।

অবশ্য যে জার্সি পড়ে এত আলোচনাসমালোচনা আর বিতর্কের জন্ম, সেই জার্সিটা কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরেই ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে অদলবদল করে নেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরবর্তীতে ২০০২ সাল থেকে সেই জার্সিটি শোভা পায় ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে। যেটি নিলামে উঠেছে মাস পাঁচেক আগে। সেই জার্সিই এবার প্রদর্শনী হবে কাতার বিশ্বকাপে।

Exit mobile version