Skip to main content

News BN

কাতার বিশ্বকাপে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড জার্সি 

The 'hand of god' jersey of Maradona in Qatar World Cup

আর কয়েক দিন বাদেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই ফুটবল জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা দুনিয়া। কাতারে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে অনেক রথীমহারথী। তবে ব্যতিক্রমী যা, তা হলো কাতার বিশ্বকাপে দেখা যাবে আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে।

তবে মাঠের খেলায় নয়, ম্যারাডোনার দেখা মিলবে ভিন্নভাবে। প্রয়াত ম্যারাডোনা না থেকেও আছেন বিশ্বকাপে। বিশ্বকাপ উপলক্ষ্যে একটি প্রদর্শনী চালু করবে কাতার অলিম্পিক স্পোর্টস জাদুঘর। যেখানে থাকবে ম্যারাডোনারহ্যান্ড অব গডখ্যাত জার্সিটি। ক্রীড়াঙ্গনের ইতিহাসে রেকর্ড গড়া ( দাম .৯৩ মিলিয়ন ডলার) এই জার্সিটি এপ্রিল পর্যন্ত প্রদর্শনীতে রাখবে কর্তৃপক্ষ।

১৯৮৬ সালের বিশ্বকাপে এই জার্সি পরেই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ম্যারাডোনার আর্জেন্টিনা। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের মিনিয়েহাত দিয়েগোল করেন ম্যারাডোনা। যেটিহ্যান্ড অব গডনামে পরিচিতি পায়। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে, ম্যারাডোনার গোলটির মাহাত্ম্য বেড়ে যায়।

অবশ্য যে জার্সি পড়ে এত আলোচনাসমালোচনা আর বিতর্কের জন্ম, সেই জার্সিটা কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরেই ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে অদলবদল করে নেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরবর্তীতে ২০০২ সাল থেকে সেই জার্সিটি শোভা পায় ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে। যেটি নিলামে উঠেছে মাস পাঁচেক আগে। সেই জার্সিই এবার প্রদর্শনী হবে কাতার বিশ্বকাপে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...